Whatsapp Account Banned: মেটা অধিকৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp) বিশ্বজুড়ে জনপ্রিয় একটি মাধ্যম। সেপ্টেম্বর মাসে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ভারতে ২৬.৮৫ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ (Whatsapp Account Banned) করেছে। এর মধ্যে রয়েছে ৮.৭২ লক্ষ অ্যাকাউন্ট যা ব্যবহারকারীরা চিহ্নিত করার আগেই সক্রিয় ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। অগস্ট মাসে ২৩.২৮ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সেপ্টেম্বর মাসে সংখ্যাটা বেড়ে হয়েছে ২৬.৮৫ লক্ষ। অর্থাৎ প্রায় ১৫ শতাংশ বেশি অ্যাকাউন্ট সেপ্টেম্বর মাসে নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।


হোয়াটসঅ্যাপ সংস্থা তাদের ইউজার সেফটি রিপোর্টে জানিয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২৬,৮৫,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। কোনও রকম অভিযোগ পাওয়ার আগেই সক্রিয় ভাবে ৮,৭২,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে সেপ্টেম্বর মাসে তাদের কাছে ৬৬৬টি অভিযোগ জমা পড়েছে। তবে মাত্র ২৩টির বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে তারা। গত জুলাই মাসেও ২৩.৮৭ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর মধ্যে প্রায় ১৪ লক্ষ অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনও অভিযোগ জমা পড়ার আগেই ব্যবস্থা নিয়েছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। এর আগে গত জুন মাসে ২২ লক্ষেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছিল ভারতে। 


হোয়াটসঅ্যাপের তরফে এর আগেও জানানো হয়েছিল যে ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেইজন্য মাঝে মাঝে এভাবে অ্যাকাউন্ট নিষিদ্ধ বা ব্যান করে হোয়াটসঅ্যাপ সংস্থা। যেসমস্ত অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।


বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকেই বিভিন্ন ভাবে প্রতারণার শিকার হচ্ছেন। আর তাই ইউজারদের সুরক্ষিত রাখতে কড়া পদক্ষেপ নেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তারই আওতায় পরে এই অ্যাকাউন্ট ব্যান করার বিষয়টি। এর আগেও ভারতে একাধিক বার বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষদ্ধ করা হয়েছে।


সম্প্রতি হোয়াটসঅ্যাপে বড়সড় গন্ডগোল দেখা গিয়েছিল। একদিন প্রায় ২ ঘণ্টার জন্য আচমকাই বন্ধ হয়ে গিয়েছিল পরিষেবা। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে সমস্যার সম্মুখীন হয়েছিল ইউজাররা। প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যা দেখা গিয়েছিল বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা। তবে নির্দিষ্ট ভাবে জানানো হয়নি যে কোনও কারণে এত বড় সমস্যার সম্মুখীন হয়েছিল বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। এর আগে গত বছর প্রায় ৬ ঘণ্টার জন্য বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা। সেই সময়েও এবারের মতো আচমকাই বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ সার্ভিস। 


আরও পড়ুন- আপনার ফোনে ৫জি পরিষেবা পাওয়া যাবে কিনা বুঝবেন কীভাবে?