কলকাতা: হোয়াটসঅ্যাপ (Whatsapp) ব্যবহারকারীদের (User) একটি কঠোর সতর্কতা জারি করেছে। বিশ্বজুড়ে সর্বাধিক ব্যবহৃত মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ভারতেও (India) এই অ্যাপের (App) কয়েক কোটি ব্যবহারকারী রয়েছে। আর সেই কারণের ব্যবহারকারীদের সতর্ক করলেন খোদ কোম্পানির সিইও (CEO) উইল ক্যাথকার্ট (Will Cathcart)। 


তিনি জানিয়েছেন, অসতর্ক হলেই নিমেষে হ্যাকারদের (Hacker) খপ্পরে পড়তে পারেন তারা। এই নিয়ে সংশ্লিষ্ট ট্যুইটও করেছেন হোয়াটসঅ্যাপের চিফ এক্সিকিউটিভ অফিসার। সম্প্রতি হোয়াটসঅ্যাপের একটি টিম গুগল প্লে স্টোরের (Google Play Store) বাইরে উপলব্ধ একটি হোয়াটসঅ্যাপ অনুরূপ অ্যাপ্লিকেশনে (Application) ক্ষতিকর ম্যালওয়্যার (Malware) ভাইরাস (Virus) শনাক্ত করেছে। তিনি ট্যুইটে (Tweet) জানান, এই অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে ‘HeyMods’ নামক এক ডেভলপার (Developer)। এইসব থার্ড পার্টি সোর্সে উপলব্ধ ভুয়ো হোয়াটসঅ্যাপ থেকে সতর্ক থাকতে বলেছেন তিনি।                                   


উইল ক্যাথকার্টের কথায়, এই ধরণের অ্যাপ হল সম্পূর্ণ স্ক্যাম। এগুলিতে থাকে একাধিক ম্যালিশিয়াস সফটওয়্যার যা ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য চুরি করার কাজ করে। গুগলের সাথে যৌথ উদ্যোগে এই বিষয়ে অনুসন্ধান চালানোর পর এই তথ্য আপনাদের সাথে শেয়ার করছি আমরা।


আরও পড়ুন, ফাঁকা হবে অ্যাকাউন্ট ! এই ৪ অ্যাপ ফোনে নেই তো ?




পাশাপাশি তিনি জানান, ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে প্রতিনিয়ত এই ধরনের ম্যালিশিয়াস অ্যাপের সাথে মোকাবিলা করে চলেছি আমরা। এই অ্যাপগুলিকে শনাক্ত করা মাত্রই সেগুলিকে ব্লক করে দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে এই ভাইরাস আরও ছড়িয়ে না পড়ে। ইতিমধ্যে ‘HeyMods’ নামক ডেভলপারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।


তিনি বলেন, মোবাইলে সাধারণত যে ম্যালওয়্যার ভাইরাস প্রবেশ করানো হয় তা ব্যবহারকারীদের জন্য এক বিশাল বড় ‘হুমকি’। এ থেকে তাদের নিরাপদ রাখতে সিকিউরিটি কমিউনিটি প্রতিনিয়ত নতুন নতুন কৌশল তৈরি করে চলেছে যাতে এগুলি আটকানো যায়।