Whatsapp: ইউজারদের সুবিধার জন্য নিত্যনতুন ফিচার (Whatsapp Features) লঞ্চ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। একই সঙ্গে ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার কথাও মাথায় রাখে হোয়াটসঅ্যাপ সংস্থা (Whatsapp App)। সম্প্রতি ইউজারদের অভিজ্ঞতা ভাল করার জন্য নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। এই নতুন ফিচারের সাহায্যে একটাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। বলা ভাল প্রাইমারি ডিভাইসের সঙ্গে একটি সেকেন্ডারি ডিভাইসেও একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা পাবেন ইউজাররা। Android Authority সূত্রে খবর, বর্তমানে এই ফিচার কেবলমাত্র হোয়াটসঅ্যাপ বিটা টেস্টারদের ক্ষেত্রেই সীমাবদ্ধ রয়েছে। অনুমান, খুব তাড়াতাড়ি সব ইউজারদের জন্যই এই ফিচার চালু হবে। একটি ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের পাশাপাশিয়াআর একটি অ্যান্ড্রয়েড ডিভাইস যেমন ট্যাবে ওই একই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন ইউজাররা। এর জন্য আলাদা করে কোনও অ্যাকাউন্ট তৈরির প্রয়োজনীয়তা নেই।

  


কীভাবে এই সুবিধা পাওয়া যাবে


ইউজাররা তাঁদের সেকেন্ডারি ডিভাইসে যে QR কোড দেখা যাবে তা স্ক্যান করতে পারবেন। স্মার্টফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমেই এই QR কোড স্ক্যান করা সম্ভব। ঠিক যেভাবে ওয়েব হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সান চালু করার সময় QR কোড স্ক্যান করা হয়, একইভাবে এক্ষেত্রেও QR কোড স্ক্যান করা সম্ভব হবে। সফলভাবে লগ-ইন করার পর ফোন অ্যাপে থাকা যাবতীয় জিনিস সেকেন্ডারি ডিভাইসেও দেখা যাবে। অনেকেই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারকে ওয়েব হোয়াটসঅ্যাপের সঙ্গে তুলনা করছেন। 


ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে চালু হয়েছে একটি নতুন ফিচার (New Whatsapp Feature)। এবার হোয়াটসঅ্যাপে কাউকে ছবি, ভিডিও বা জিফ ফাইল পাঠাতে চাইলে তার সঙ্গে আপনি ক্যাপশনও (Caption) যোগ করতে পারবেন। এতদিন ছবি, ভিডিও বা জিফ ফাইল (Picture, Video, GIF File) পাঠানোর সময় ক্যাপশন যোগ করার কোনও সুবিধা ছিল না। হয় আগে ছবি, ভিডিও পাঠিয়ে তারপর আলাদা করে ক্যাপশন লিখতে হত। নয়তো ছবি কপি করে এনে চ্যাটবক্সে বসিয়ে তার সঙ্গে ক্যাপশন যোগ করতে হত। তবে এবার ছবি, ভিডিও এবং জিফ ফাইল পাঠানোর সময়েই সরাসরি ক্যাপশন যুক্ত করে তা পাঠানোর সুবিধা চালু হয়েছে হোয়াটসঅ্যাপে। তবে আপাতত হোয়াটসঅ্যাপের আইওএস অ্যাপেই এখন এই ফিচার কাজ করছে। অ্যান্ড্রয়েড কিংবা উইন্ডোজ বা ম্যাক অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ ফিচার চালু হয়নি। 


আরও পড়ুন- ফের কড়া পদক্ষেপ হোয়াটসঅ্যাপের, অক্টোবরে নিষিদ্ধ ২৩ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট