Whatsapp Feature: ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে চালু হয়েছে একটি নতুন ফিচার (New Whatsapp Feature)। এবার হোয়াটসঅ্যাপে কাউকে ছবি, ভিডিও বা জিফ ফাইল পাঠাতে চাইলে তার সঙ্গে আপনি ক্যাপশনও (Caption) যোগ করতে পারবেন। এতদিন ছবি, ভিডিও বা জিফ ফাইল (Picture, Video, GIF File) পাঠানোর সময় ক্যাপশন যোগ করার কোনও সুবিধা ছিল না। হয় আগে ছবি, ভিডিও পাঠিয়ে তারপর আলাদা করে ক্যাপশন লিখতে হত। নয়তো ছবি কপি করে এনে চ্যাটবক্সে বসিয়ে তার সঙ্গে ক্যাপশন যোগ করতে হত। তবে এবার ছবি, ভিডিও এবং জিফ ফাইল পাঠানোর সময়েই সরাসরি ক্যাপশন যুক্ত করে তা পাঠানোর সুবিধা চালু হয়েছে হোয়াটসঅ্যাপে। তবে আপাতত হোয়াটসঅ্যাপের আইওএস অ্যাপেই এখন এই ফিচার কাজ করছে। অ্যান্ড্রয়েড কিংবা উইন্ডোজ বা ম্যাক অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ ফিচার চালু হয়নি। 


আইওএস ভার্সানের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও পাঠানোর সময় কীভাবে ক্যাপশন যোগ করবেন


খুব সহজেই এই কাজ করা সম্ভব। ছবি বা ভিডিও পাঠানোর সময় তার উপর একটু সময় ট্যাপ করে রাখলেই তা পাঠানো যায়। আইওএস- এর ক্ষেত্রে ছবি বা ভিডিও ট্যাপ করার পর উপরে বা নীচের দিকে ফরওয়ার্ড অপশন পাওয়া যায়। এই অপশনে ট্যাপ করে নির্দিষ্ট কনট্যাক্ট বেছে নিয়ে সেখানে পাঠানো হয় এইস মিডিয়া ফাইল। এভাবে ছবি বা ভিডিও পাঠানোর সময়েই নীচের দিকে ক্যাশন লেখার জায়গা দেখতে পাবেন ইউজাররা। ক্যাপশন লেখার সময় কিছু ভুল হলে তা মুছে ফেলার ব্যাবস্থাও রয়েছে। এক্ষেত্রে ডায়লগ বক্সের উপরে ডানদিকের কোণে একটি X চিহ্ন দেখতে পাবেন। সেখানে ট্যাপ করলেই ক্যাপশন মোছা যাবে। তবে একবার কাউকে ক্যাপশন সমেত ছবি বা ভিডিও পাঠিয়ে ফেললে তা আর পরিবর্তন করা যাবে না। পাঠানোর আগেই যা করার করতে হবে। 


Whatsapp Message Yourself


হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে নতুন ফিচার মেসেজ ইওরসেলফ। এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদেরকেই মেসেজ করতে পারবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে একজন ইউজার নিজেকেই মেসেজ করতে পারবেন। অনেকসময়েই আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তারিখ এবং আরও অনেক কিছু মনে রাখতে হয়। সেক্ষেত্রে এই 'মেসেজ ইওরসেলফ' ফিচারের মাধ্যমে একজন ইউজার নিজেকেই নোট, রিমাইন্ডার, শপিং লিস্ট এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাঠিয়ে রাখতে পারবেন। অ্যান্ড্রয়েড এবং আইফোন, দু'ক্ষেত্রেই এই ফিচার আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সমস্ত ইউজারদের জন্য চালু হবে। 


আরও পড়ুন- তথ্য গোপন রাখতে চান ? কীভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নিজেকেই ?