WhatsApp Privacy Checkup: হোয়াটসঅ্যাপ (WhatsApp) মাধ্যমে ইউজারদের সুরক্ষা ক্রমশ বাড়াচ্ছে মেটা। গত কয়েকমাসে একাধিক সিকিউরিটি ফিচার (Security Features) লঞ্চ করা হয়েছে এই মাধ্যমে। তবে অনেক ইউজারই হয়তো হোয়াটসঅ্যাপের এইসব প্রাইভেসি ফিচার (WhatsApp Privacy Features) সম্পর্কে অবগত নন। তাই সকলের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ সংস্থা সম্প্রতি একটি প্রাইভেসি চেকআপ (Privacy Check Up) শুরু করেছে। এই ফিচারের সাহায্যে ইউজাররা খুব সহজে এবং তাড়াতাড়ি দেখে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে কী কী প্রাইভেসি ফিচার রয়েছে এবং নিজেদের অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস কী অবস্থায় রয়েছে সেদিকেও নজর দিতে পারবেন। উপযুক্ত ভাবে সাজিয়েও নিতে পারবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপে ইউজারদের নিরাপত্তার জন্য এমনভাবেই একাধিক প্রাইভেসি ফিচার চালু করা হয়েছে যার মাধ্যমে একজন ইউজারের বিভিন্ন তথ্য কারা দেখছেন সেই সবের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন ওই ইউজার।
হোয়াটসঅ্যাপ সংস্থা অফিশিয়াল ব্লগ পোস্টে জানিয়েছে তাদের প্রাইভেসি চেকআপের মাধ্যমে ইউজাররা জানতে পারবেন কী কী ফিচার চালু রয়েছে এবং অ্যাকাউন্টের সুরক্ষার স্বার্থে প্রয়োজনীয় ফিচার সেটিংসে গিয়ে চালুও করতে পারবেন (যদি চালু না থাকে)। একজন ইউজার কী শেয়ার করছেন এবং তা কারা দেখছেন, সবের উপরেই ওই ইউজারের নিয়ন্ত্রণ থাকবে।
কীভাবে কাজ করছে প্রাইভেসি চেকআপ
শুরু করার সময় প্রাইভেসি সেটিংসে গিয়ে স্টার্ট চেকআপ অপশনে ট্যাপ করতে হবে। এরপর আপনার সামনে হাজির হবে একাধিক স্ক্রিন। সেখান থেকে আপনি বেছে নিতে পারবেন একগুচ্ছ অপশন। এই তালিকায় থাকছে কারা আপনাকে কনট্যাক্ট করতে পারবেন, কারা আপনাকে গ্রুপে যুক্ত করতে পারবেন, এমনকি ব্লক অ্যাকাউন্টও ম্যানেজ করা সম্ভব হবে। ইউজার নিজের ব্যক্তিগত তথ্য এডিট করার সুযোগ পাবেন। এর মধ্যে প্রোফাইল ফটো, লাস্ট সিন, অনলাইন স্টেটাস, read receipts- এইসব থাকছে। এছাড়াও আপনি ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এবং এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ- এই দুই সেটিংস চালু করলে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট আরও সুরক্ষিত হয়ে যাবে।
এবার দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের বেশ কয়েকটি প্রাইভেসি ফিচার
১। সাইলেন্স আননোন কলার
- প্রথমে ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন এবং সেটিং অপশনে যান।
- এবার অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করে যান প্রাইভেসি অপশনে।
- স্ক্রল ডাউন করে স্ক্রিনের নীচের দিকে নামলে দেখতে পাবে ব্লকড কনট্যাক্ট অপশন, সেখানে ট্যাপ করুন।
- এবার স্ক্রিনের উপরের দিকে ডানদিকের কোণে অ্যাড অপশনে ট্যাপ করতে হবে।
- কনট্যাক্ট লিস্ট থেকে অজানাদের বেছে নিন।
- এবার ব্লক অপশনে ট্যাপ করুন।
২। এনাবেল স্ক্রিন লক
- ফোনে হোয়াটসঅ্যাপ খুলে নিয়ে পৌঁছে যান সেটিংস অপশনে।
- এবার অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করে যা প্রাইভেসি অপশনে।
- স্ক্রল ডাউন করে পাবেন স্ক্রিন লক অপশন, সেখানে ট্যাপ করুন।
- ফেস আইডি / টাচ আইডি- যেকোনও একটি অপশন বেছে নিন আনলকের জন্য।
- স্ক্রিন লক হওয়ার আগে ইউজার কতক্ষণ পরে হোয়াটসঅ্যাপ বন্ধ করবেন সেটাও বেছে নেওয়া যাবে।
৩। এনাবেল টু-ফ্যাক্টর অথেনটিফিকেশন
- ফোনে হোয়াটসঅ্যাপ খুলে নিয়ে পৌঁছে যান সেটিংস অপশনে।
- এবার অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করে যা টু-স্টেপ ভেরিফিকেশন অপশনে।
- এয়াবেল টু-স্টেপ ভেরিফিকেশন অপশন এনাবেল করার জন্য ট্যাপ করুন।
- এবার ৬ ডিজিটের একটি পিন দিয়ে আবার ট্যাপ করুন নেক্সট অপশনে।
- এরপর নিজের ইমেল অ্যাড্রেস দিয়ে ট্যাপ করুন নেক্সট এই অপশনে।
- আপনি ইমেলে একটি ভেরিফিকেশন কোড পাবেন। এই কোড দিতে হবে হোয়াটসঅ্যাপে এবং নেক্সট লেখা অপশনে ট্যাপ করতে হবে।
আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য আর কী কী করতে পারেন আপনি
- কারা আপনার প্রোফাইল পিকচার দেখবেন সেটা আপনি বেছে নিতে পারবেন।
- আপনার লাস্ট সিন এবং অনলাইন স্টেটাস কারা দেখতে পারবেন সেটাও নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি।
- আপনি কারও মেসেজ পড়লে উল্টো দিকের ইউজার সেটা বুঝতে পারবেন কিনা সেটাও নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি।
- কে আপনাকে কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করতে পারবেন সেটাও ঠিক করতে পারবেন আপনি।
- আপত্তিকর মেসেজ পেলে কোনও কনট্যাক্টকে সরাসরি ব্লক করার অপশনও থাকছে।
- এছাড়াও আপনি ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এবং এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপস ফিচার চালু থাকলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অনেকটাই সুরক্ষিত হবে।
আরও পড়ুন- ডিপফেক ভিডিও আসলে কী? কীভাবে বুঝবেন একটি ভিডিও ডিপফেক? রইল খুঁটিনাটি তথ্য