WhatsApp Pin Chat Feature: হোয়াটসঅ্যাপ (WhatsApp) চ্যাটে যুক্ত হয়েছে নতুন সুবিধা। গুরুত্বপূর্ণ চ্যাট 'পিন' (WhatsApp Chat Pin) করে রাখার সুবিধা আগেই ছিল ইউজারদের হাতে। এবার এই ফিচারের ক্ষেত্রে চালু হয়েছে সময়সীমা। অর্থাৎ ইউজার একটি নির্দিষ্ট চ্যাট যতদিন চাইবেন ততদিন পর্যন্ত (শোনা যাচ্ছে একমার পর্যন্ত) 'পিনড চ্যাট' হিসেবে রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপে যেকোনও চ্যাট 'পিনড' করে রাখার মূল সুবিধা হল প্রয়োজনীয় তথ্য সহজে খুঁজে পাওয়া যায়। এমনিতেও হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সে যেকোনও দরকারি মেসেজ 'স্টার মার্ক' করে রাখার সুবিধা অনেক আগেই চালু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট অনেকদিন 'পিন' করে রাখার সুবিধা ছিল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট এবং ওয়ান-টু-ওয়ান চ্যাট। তার ফলে কম সহজে প্রয়োজনীয় মেসেজ খুঁজে বের করতে পারবেন ইউজাররা। অর্থাৎ একটি চ্যাটের মধ্যে গুরুত্বপূর্ণ একটি মেসেজ 'পিন' করে রাখার সুবিধা পাওয়া যাবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড ভার্সানে এই ফিচারের রোল আউট শুরু হয়েছে।
হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের সাহায্যে ইউজাররা টেক্সট, পোল, ইমেজ অর্থাৎ ছবি এবং ইমোজিও 'পিন' করে রাখার সুবিধা পাবেন। এই সমস্ত 'পিনড চ্যাট' অন্যান্য সব হোয়াটসঅ্যাপ মেসেজের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে। মেটা হোয়াটসঅ্যাপে যে পিন মেসেজ ফিচার চালু করেছে সেখানে ইউজাররা একটি চ্যাটের একদম উপরে একটা মেসেজ 'পিন' করে রাখার সুবিধা পাবেন ২৪ ঘণ্টা, ৭ দিন এবং ৩০ দিনের জন্য। ডেস্কটপ বা পিসি ইউজারদের জন্যেও এই ফিচারের রোলআউট শুরু হয়েছে। গ্রুপ চ্যাট হোক কিংবা ব্যক্তিগত চ্যাট, দুই ক্ষেত্রেই মেসেজ 'পিন' করে রাখার সুবিধা পাবেন ইউজাররা। গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজতে গিয়ে ইউজারদের যাতে সময় নষ্ট না হয় সেই জন্যই এই ফিচার চালু করেছে মেটা। হোয়াটসঅ্যাপের লেটেস্ট আপডেটে এই ফিচারের সুবিধা পাবেন ইউজাররা।
হোয়াটসঅ্যাপ পিন চ্যাট ফিচার- কীভাবে কাজ করবে
- হোয়াটসঅ্যাপের যেকোনও চ্যাটের উপর বেশ কিছুক্ষণ ট্যাপ বা লং প্রেস করে থাকতে হবে
- এরপর তিনটি ডটের মেনু থেকে পিন অপশন বেছে নিয়ে তার উপরে ক্লিক করতে হবে
- এবার হোয়াটসঅ্যাপের তরফে ইউজারের কাছে জানতে চাওয়া হবে তিনি কতদিনের জন্য মেসেজ পিন করে রাখতে চান
- ডিফল্ট হিসেবে ৭ দিনের অপশন থাকবে। এছাড়াও ২৪ ঘণ্টা কিংব ৩০ দিনের অপশন পাবেন ইউজাররা
হোয়াটসঅ্যাপ গ্রুপের ক্ষেত্রে অবশ্য অ্যাডমিনদের হাতেই থাকবে মূল ক্ষমতা। তাঁরাই নির্বাচন করতে পারবেন যে শুধু গ্রুপে অ্যাডমিনরা মেসেজ 'পিন' করতে পারবেন নাকি গ্রুপের সমস্ত সদস্যই মেসেজ 'পিন' করে রাখার সুবিধা পাবেন। ওয়েব বা ডেস্কটপ ভার্সানেও হোয়াটসঅ্যাপের এই ফিচার চালু হচ্ছে।