Tech News: মাত্র এক সপ্তাহতেই বদলে গিয়েছে পরিস্থিতি। বিদেশি নম্বর থেকে ভুয়ো কলে নাজেহাল অবস্থা হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের। বেগতিক দেখে এবার সংস্থাকেই জবাবদিহি করতে বলেছে সরকার। ইউজারদের সুরক্ষায় তাই নতুন কৌশল অবলম্বন করতে চলেছে সংস্থা। 


WhatsApp Spam Calls: প্রতারকদের থেকে কীভাবে বাঁচবেন ইউজাররা
হোয়াটসঅ্যাপ বর্তমানে একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ। বিশ্বব্যাপী 2 বিলিয়নেরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। সম্প্রতি, অনেক ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী বিদেশি নম্বর থেকে অনেক কল পেয়েছেন। বেশিরভাগ কল ইন্দোনেশিয়া (+62), ভিয়েতনাম (+84), মালয়েশিয়া (+60), কেনিয়া (+254) এবং ইথিওপিয়া (+251) থেকে এসেছে। ভারত সরকারও হোয়াটসঅ্যাপের কাছে এর উত্তর চেয়েছে। পরিস্থিতি বুঝে সংস্থা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে । এবার থেকে AI টুলের সাহায্যে বিদেশি নম্বর থেকে স্প্যাম কলগুলি ব্লক করবে হোয়াটসঅ্যাপ।  AI ও ML প্রযুক্তি ব্যবহার করা হবে স্প্যাম কল রুখতে।


WhatsApp: এআই ও মেশিন লার্নিংয়ের সাহায্যে হবে স্প্যাম ফিল্টার
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ৫০ শতাংশ পর্যন্ত স্প্যাম কল এআই ও এমএল কৌশলগুলির সাহায্যে নিয়ন্ত্রণ করা যেতে পারে। এআই-এর সাহায্যে হোয়াটসঅ্যাপ বিদেশি নম্বর থেকে আসা মেসেজ সনাক্ত করবে। সেগুলি পাঠানোর আগেই ব্লক করে দেবে। এমএল কৌশলের সাহায্যে হোয়াটসঅ্যাপ অতীতে রিপোর্ট করা বার্তাগুলির ভিত্তিতে কাজ করবে ও স্প্যাম কল ও বার্তাগুলিকে ব্লক করবে, যাতে ব্যবহারকারীদের কোনও সমস্যা না হয়। এআই ও এমএল কৌশল ছাড়াও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের স্প্যাম বার্তা সম্পর্কে শিক্ষিত করছে। এছাড়াও, সংস্থা বার্তাগুলি রিপোর্ট করা সহজ করেছে।


WhatsApp Update: এই ভুল করবেন না
আপনি যদি হোয়াটসঅ্যাপে কোনও বিদেশি নম্বর থেকে কল বা মেসেজ পান তবে তার উত্তর দেবেন না। আপনি যদি ব্যবহারকারীকে সন্দেহজনক মনে করেন, তবে অবিলম্বে তাকে ব্লক করুন ও হোয়াটসঅ্যাপে রিপোর্ট করুন। কোনও অবস্থাতেই আপনার সামনে থাকা ব্যক্তির সঙ্গে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। এছাড়াও অজানা লিঙ্ক বা বার্তা থেকে দূরত্ব বজায় রাখুন।


Cyber Crime: প্রতারকদের কলে অতীষ্ঠ হয়ে উঠেছে জীবন।গত তিনদিনে হোয়াটসঅ্যাপে ভরে উঠেছে ভুয়ো বার্তা। ভারতে স্প্যাম কলে বাড়ছে অ্যাকাউন্ট ফাঁকা হওয়ার ঝুঁকি।  


Cyber Fraud: কোন দেশ থেকে আসছে প্রতারকদের বার্তা ?
সম্প্রতি হোয়াটসঅ্যাপের এই স্প্যাম কলের বিষয়ে ট্যুইটারে অভিযোগ করেছেন বহু ব্যবহারকারীরা। মূলত, আন্তর্জাতিক নম্বর সহ এই স্প্যাম কলগুলি বেশিরভাগই আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি থেকে আসছে। অজানা নম্বর থেকে আসছে এই ভুয়ো বার্তা। ভারতের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের পরিসংখ্যান বলছে, মেটা মালিকানাধীন WhatsApp-এর ভারতে প্রায় 500 মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। তাই এই ধরনের প্লাটফর্মকে নিশানা করছে প্রতারকরা।


আরও পড়ুন : Electric Road in India: দেশে হবে ইলেকট্রিক হাইওয়ে, সাধারণের থেকে কোথায় আলাদা হবে সড়ক