Tech News: ইউটিউব ক্রিয়েটরদের জন্য আরও সহজ হতে চলেছে ভিডিও তৈরির কাজ। এবার থেকে বিনামূল্যে অন্য ভাষায় ভিডিও ডাব করতে পারবেন ক্রিয়েটররা। আগের মতো অন্য ভাষায় ডাবিংয়ের জন্য তৃতীয় পক্ষের অ্যাপের ওপর নির্ভর করতে পারবেন না। 


YouTube Update: কীভাবে পাবেন এই সুবিধা
গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব শীঘ্রই ভিডিও ডাব করার জন্য একটি এআই টুল সাপোর্ট আনতে চলেছে। পাশাপাশি ইউটিউব গেম আনার জন্যও কাজ করছে কোম্পানি। আসলে, ইউটিউবে কন্টেন্ট ডাব করার কোনও অপশন নেই। বর্তমানে, কনটেন্ট ক্রিয়েটরদের অন্য ভাষায় ভিডিও ডাব করতে থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হয়। তবে শীঘ্রই ইউটিউব গুগলের এআই টুল অ্যালাউডের মাধ্যমে এই সুবিধা দেবে। এর সাহায্যে ক্রিয়েটররা তাদের বিষয়বস্তু অন্য ভাষায় বিনামূল্যে ডাব করতে পারবেন।


Tech News: কোন ডাবিং টুলের মাধ্যমে হবে কাজ
গত বছর গুগল এআই চালিত ডাবিং টুল অ্যালাউড চালু করেছে, যা স্বয়ংক্রিয়ভাবে একটি ভিডিও অন্য ভাষায় ডাব করতে পারে। টুলটি বিষয়বস্তু ডাবিংয়ের আগে ট্রান্সক্রিপশন পর্যালোচনা ও সম্পাদনা করার অপশন অফার করে। যাতে ক্রিয়েটররা তাদের পছন্দ অনুযায়ী বিষয়বস্তু পরিবর্তন করতে পারেন। এখানে আমরা অ্যালাউড দ ডাব করা একটি ভিডিও যুক্ত করছি। এই ভিডিওটির অডিও ট্র্যাক পরিবর্তন করতে, সেটিংস আইকনে ক্লিক করুন ও আপনি যে ভাষায় ভিডিওটি শুনতে চান সেটি নির্বাচন করতে অডিও ট্র্যাকে ক্লিক করুন৷



YouTube Update: অ্য়ালাউড বর্তমানে এই ভাষাগুলি সাপোর্ট করে
Google এর AI টুল বর্তমানে ইংরেজি, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষা সাপোর্ট করে। শীঘ্রই কোম্পানি  অন্যান্য ভাষা এতে যুক্ত করবে। যার পরে বিষয়বস্তু আরও বৈচিত্র্যময় হয়ে উঠবে। ইউটিউবের ক্রিয়েটর প্রোডাক্টের ভাইস প্রেসিডেন্ট আমজাদ হানিফ জানিয়েছেন, হাজার-হাজার ক্রিয়েটর টুলটি পরীক্ষা শুরু করেছে। এটি শীঘ্রই সবাই ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে জেনারেটিভ এআই ভয়েস প্রিপারেশন, লিপ রি-অ্যানিমেশন ও ইমোশন ট্রান্সফারের মতো ফাংশনগুলির ক্ষেত্রে অ্যালাউড সাহায্য করবে।


YouTube: ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের (YouTube Content Creator) জন্য সুখবর। এবার থেকে ৫০০ সাবস্ক্রাইবার (500 Subscriber) থাকলেই আয়ের সুযোগ পাওয়া যাবে। সম্প্রতি এই নতুন নিয়মের কথা ঘোষণা করেছে ইউটিউব কর্তৃপক্ষ। আগে নিয়ম ছিল ১০০০ সাবস্ক্রাইবার থাকলে তবেই ইউটিউবাররা এই মাধ্যম থেকে আয় করতে পারবেন। কিন্তু এখন এই সাবস্ক্রাইবারদের সংখ্যা কমিয়ে ৫০০ করা হয়েছে। অর্থাৎ যাঁরা অল্প সময় হল নিজেদের ইউটিউব চ্যানেল খুলেছেন, কিংবা হয়তো এখনও ১০০০ সাবস্ক্রাইবার পাননি, তাঁদের ক্ষেত্রে ৫০০ সাবস্ক্রাইবার থাকলে আয়ের সুযোগ পাবেন ক্রিয়েটররা। 


আরও পড়ুন : Mahila Samman Scheme: ফিক্সড ডিপোজিটের থেকে বেশি সুদ, ২ মাসে এই স্কিমে ৫ লক্ষ অ্যাকাউন্ট, কী এই মহিলা সম্মান স্কিম ?