৭ টায় বাংলা: দুই শিক্ষকের হাতাহাতি, মারামারির ঘটনায় চাঞ্চল্য ছড়াল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্লে স্লিপ চাওয়া নিয়ে বিবাদ। স্কুল খোলার আগের দিনই দুই শিক্ষকের হাতাহাতি, মারামারির ঘটনায় চাঞ্চল্য ছড়াল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। সূত্রের খবর, বেতনের স্টেটমেন্টের দাবিতে প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাসের ঘরের সামনে অবস্থানে বসেন ভূগোলের শিক্ষক নিমাই মজুমদার। আচমকা সেই সময় ভূগোলের শিক্ষকের ওপর চড়াও হন প্রধান শিক্ষক। তারপরই দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এরপর অন্য শিক্ষকরা এসে দু’জনকে সরিয়ে দেন। কৃষ্ণনগরে ঘটনায় জেলা স্কুল পরিদর্শককে তদন্তের নির্দেশ শিক্ষা দফতরের।
কাল থেকে খুলছে স্কুল। এরজন্য় বিভিন্ন স্কুলে প্রস্তুতি তুঙ্গে। আজ সকালে কসবা, ডিপিএস স্কুল চত্বর, বালিগঞ্জ শিক্ষাসদনের স্কুল চত্বর স্যানিটাইজ করা হয়। স্যানিটাইজেশনের কাজ চলে ক্লাসঘর, বাস, স্কুল চত্বরে। অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলছে।
কয়েকঘণ্টা পর ফের স্কুলে ফেরা। যারা এখন অষ্টম এবং নবম শ্রেণীতে তারা স্কুলে ফিরছে ২২ মাস পর। স্কুলে যাওয়ার প্রস্তুতিতে অবাক কাণ্ড। কারও ছোট হয়ে গিয়েছে জুতো, কারও পরাই যাচ্ছে না ইউনিফর্ম।
এবার বেসরকারি স্কুলে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস। শ্রেণিকক্ষের বাইরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত একাধিক স্কুলের। স্কুলের অদূরে মাঠে ছোটদের পঠনপাঠন ফিউচার ফাউন্ডেশনের। স্কুলের মাঠেই সোমবার থেকে রামমোহন মিশন স্কুলের ক্লাস। শ্রেণিকক্ষের বাইরে ক্লাস নিতে আর্জি আইসিএসই স্কুল সংগঠনের। সপ্তম শ্রেণী পর্যন্ত এখনও শ্রেণীকক্ষে পঠনপাঠনের অনুমতি দেয়নি সরকার। সোমবার থেকে সরকারি উদ্যোগে শুরু হচ্ছে পাড়ায় শিক্ষালয়। এমন উদ্যোগ নিতেই পারে বেসরকারি স্কুল, জানালেন শিক্ষামন্ত্রী।
কলকাতায় থাকলেও ভাতের ক্ষেত্রে দেশের বাড়ি এলাকার চালই তার প্রথম এবং একমাত্র পছন্দ। পুরভোট প্রচারের ব্যস্ততার মাঝে তমলুক থেকে আনা চালে লাঞ্চ সারছেন বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস জানা। দুপুরে চাটনি, রাতে মিষ্টি এই দুটি তার পাতে মাস্ট।