New Year's Eve: ৭ টায় বাংলা : বর্ষবরণের আনন্দের মধ্যেই রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। রাজ্যে এক দিনে সংক্রমিত ৩ হাজার ৪৫১। শুধু কলকাতাতেই আক্রান্ত প্রায় ২০০০। কলকাতাতে আক্রান্ত ১ হাজার ৯৫৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। কলকাতায় মৃতের সংখ্য়া ৪। বৃহস্পতিবার দৈনিক আক্রান্ত ছিল ২১২৮ জন। ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা বাড়ল ১২০০ জন।
রাজ্য়ে এই করোনা পরিস্থিতি নিয়ে কী বলছেন চিকিৎসকরা?
‘সংক্রমিতদের ৮০ শতাংশ উপসর্গহীন। ৫ থেকে ৬ জন করোনা আক্রান্ত হলে কনটেনমেন্ট জোন করা হবে। কলকাতা পুরসভার কোনও কর্মী আক্রান্ত হলে ৫ দিন পর ফের পরীক্ষা করুন। এখন কেউ উপসর্গহীন হলেও ৫ দিন পরে ফের পরীক্ষা করা হবে। সুস্থ বোধ করলে কাজে যোগদানের জন্য ডেকে নেওয়া হবে। ফের চালু করা হবে সেফ হোম। কলকাতায় চালু হবে কনটেনমেন্ট জোন। সংক্রমিতদের ১৭ শতাংশের উপসর্গ রয়েছে।' সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন ফিরহাদ হাকিম।
পার্কস্ট্রিটে ভিড় চোখে পড়়ছে না। তবে পার্কস্ট্রিট প্রস্তুত নতুন বছরকে স্বাগত জানাতে। এখানে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে। আলোর চাদরে মোড়়া পার্কস্ট্রিট। মির্জা গালিফ স্ট্রিট থেকে পার্ক স্ট্রিটে আসার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বেশিরভাগ মানুষ মাস্ক পড়লেও, বেশ কিছু মানুষের মুখে নেই মাস্ক।
বন্ধ রয়েছে অ্যালেন পার্ক। তবে বর্ষশেষে উৎসবমুখর শহরবাসী। কোভিডের সংক্রমণ বাড়ার জন্য়, প্রতিনিয়ত মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ। সেলফি তোলার জন্য মাঝে মাঝে মাস্ক তুলতে দেখা যায়। ২৫ ডিসেম্বরের হিসাবে ভিড়ের পরিমাণ কম রয়েছে। মাস্ক না পড়লে, পুলিশের তরফে আবেদন করা হচ্ছে।
পাহাড়ে সকাল থেকেই রোদ্দুর। সন্ধ্যে গড়াতেই ম্যালে জমেছে ভিড়। বছরের শেষদিন দার্জিলিং (Darjeeling) উপভোগ করছেন পর্যটকরা। ম্যালে জড়ো হচ্ছেন পর্যটকরা।
ফের রাজ্যের মুখ্যসচিবদের চিঠি ICMR-এর। আরও বেশি র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করার পরামর্শ। আরও বেশি র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা কেন্দ্র তৈরি করার পরামর্শ।