৭ টায় বাংলা (Seg 2): 'জেতার পরে যাওয়া যাবে না অন্য দলে, দিতে হবে মুচলেকা', হুঁশিয়ারি অর্জুনের। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজেতার পরে যাওয়া যাবে না অন্য দলে, দিতে হবে মুচলেকা। এটা কলকাতা নয়, ব্যরাকপুর। ইট মারলে পাটকেল খেতে হবে, শ্যামনগরে কর্মী সম্মেলনে হুঁশিয়ারি বিজেপি সাংসদ অর্জুন সিংহের (Arjun Singh)। নিজেই তো তৃণমূলে ফিরতে চাইছেন, পাল্টা নৈহাটির তৃণমূল বিধায়ক।
আসানসোলের পুরভোটে মনের মত প্রার্থী না দিলে ঘরে বসে যাব। সারা বছর যারা কাজ করে তাদের মধ্যে থেকেই প্রার্থী করা হোক। বরাকরে বৈঠকের পর বিজেপি কর্মীদের একাংশের হুঁশিয়ারি। 'দল যাকে যোগ্য মনে করবে, তাকেই প্রার্থী করবে। দলের ঊর্ধ্বে কেউ নয়' পাল্টা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক।
ফের জলপাইগুড়িতে বিজেপিতে (BJP) ভাঙন। তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা-সহ হাজারখানেক নেতাকর্মী। গতকাল বানারহাটের বিন্নাগুড়িতে মন্ত্রী বুলুচিক বরাইকের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন বিজেপির ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা উমেশ যাদব-সহ ৩০০ টি বিজেপি সমর্থক পরিবার।
মা-বাবার ঝগড়ার মধ্যেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছিলেন ছেলে। এমনই দাবি পরিবারের। পরে এসএসকেএমে নিয়ে গেলে ২৩ বছরের তরুণকে মৃত বলে ঘোষণা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী থানা এলাকার প্রগতি পার্ক এলাকায়। মৃত তরুণের নাম রবীন দেবনাথ। পরিবারের দাবি, বারদুয়েক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে ডিপ্রেশনে ভুগছিলেন রবীন। এবার প্রাইভেটে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
ফের জলপাইগুড়িতে বিজেপিতে (BJP) ভাঙন। তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা-সহ হাজারখানেক নেতাকর্মী। গতকাল বানারহাটের বিন্নাগুড়িতে মন্ত্রী বুলুচিক বরাইকের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন বিজেপির ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা উমেশ যাদব-সহ ৩০০ টি বিজেপি সমর্থক পরিবার।
বিদ্যুতের বিল বাঁচাতে অভিনব উদ্যোগ আলিপুর থানার। মিলল পরিবেশবান্ধব থানার তকমা। থানার ছাদে বসানো হল ১০টি সোলার প্যানেল। থানা সূত্রে খবর, থানা, ব্যারাক মিলিয়ে ৯০টি পাখা ও ১২০টি টিউবলাইট রয়েছে। গ্রীষ্মকালে প্রতি মাসে বিদ্যুতের বিল আসছিল একলক্ষ টাকার ওপর। সরকারি কোষাগারের টাকা বাঁচাতেই থানায় সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হয়। জানিয়েছেন আলিপুর থানার ওসি।