7 Tay Bangla: কুড়মিদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পরেও অবরুদ্ধ রেল
abp ananda
Updated at:
24 Sep 2022 09:14 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুজোর মুখে বেনজির পরিবহণ সঙ্কট, অবরুদ্ধ রেল-স্তব্ধ বাস। ১০০ ঘণ্টা পার! পুরুলিয়া-খড়গপুরে এখনও রেল-সড়ক অবরোধ। ৫দিন ধরে রেল-সড়ক অবরোধ, পাল্টা বিক্ষোভ ট্রাক চালকদের। কুড়মিদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পরেও অবরুদ্ধ রেল। ৫ দিন ধরে রেল-সড়ক অবরোধে চূড়ান্ত দুর্ভোগ, হুঁশ নেই কারও? আন্দোলন প্রত্যাহারের দাবি কুড়মি সংগঠনের মুখ্য উপদেষ্টার। মুখ্য উপদেষ্টার সিদ্ধান্ত মানি না, হুঁশিয়ারি বিক্ষোভকারী কুড়মিদের একাংশের। এসবিএসটিসির অস্থায়ী পরিবহণকর্মীদের কর্মবিরতি, কার্যত স্তব্ধ পরিষেবা। বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের অপেক্ষা, চূড়ান্ত দুর্ভোগ।