7 Tay Bangla: ‘বিচারব্যবস্থায় এক শতাংশ তল্পিবাহকের কাজ করছেন’, আক্রমণ অভিষেকের । Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 May 2022 08:59 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিচারব্যবস্থায় এক শতাংশ এমন আছেন, যোগসাজশ করে তল্পিবাহকের কাজ করছেন। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে, খুনের মামলাতেও স্থগিতাদেশ দিয়ে দিচ্ছে। হলদিয়ার সভা থেকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
বিজেপির মিছিল ঘিরে যাদবপুরে ধুন্ধুমার। যাদবপুর থানার সামনেই রক্তাক্ত পুলিশকর্মী। ওসি-কেও মারধরের অভিযোগ। বাংলায় বেকারত্ব থেকে এসএসসি-তে নিয়োগ দুর্নীতি, বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে সেলিমপুর থেকে মিছিল শুরু করে বিজেপি। কিন্তু, বিজেপির অভিযোগ, পুলিশ তাদের মিছিল আটকায়। যাদবপুর থানার সামনে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় বিজেপি কর্মীদের। মাথা ফাটল একজন পুলিশ কর্মীর। পাল্টা বিজেপি কর্মীদের ওপর মারধরের অভিযোগে যাদবপুর থানার সামনে পথ অবরোধ করে বিজেপি। আধঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ থাকে একটি লেন।