7 Tay Bangla: মূল্যবৃদ্ধির আগুনের মধ্যেই অবশেষে দাম কমছে পেট্রোল-ডিজেলের।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমূল্যবৃদ্ধির আগুনের মধ্যেই অবশেষে দাম কমছে পেট্রোল-ডিজেলের। পেট্রোল-ডিজেলে এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র। পেট্রোলে ৮টাকা, ডিজেলে ৬ টাকা এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র। এক্সাইজ ডিউটি কমায় লিটারে সাড়ে ৯টাকা দাম কমবে পেট্রোলের। এক্সাইজ ডিউটি কমায় লিটারে ৭টাকা দাম কমবে ডিজেলের।
পেট্রোল-ডিজেলের সঙ্গেই উজ্জ্বলা প্রকল্পের গ্যাসেও ভর্তুকি দিচ্ছে কেন্দ্র। সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি। উপকৃত হবেন ৯ কোটি গ্রাহক, দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
চাপের মুখে পেট্রোল-ডিজেলের দাম কমাল মোদি সরকার। পেট্রোল-ডিজেলের সঙ্গেই উজ্জ্বলা প্রকল্পের গ্যাসেও ভর্তুকি দিচ্ছে কেন্দ্র। অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলেন, ‘এই ধরনের একটা পদক্ষেপ খুব দরকার ছিল। এবং কেন্দ্র সরকার যে এই সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমাদের খুশি হওয়া উচিত। ট্যাক্স টা কেন্দ্র সরকার বাড়িয়েছিল তাই ট্যাক্সটা কমানো কেন্দ্র সরকারের দায় ছিল’।