7 Tay Bangla (Seg-1): ‘আগামী ১২ ঘণ্টায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে অশনি’, পূর্বাভাস আবহাওয়া দফতরের।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্রমেই বেড়ে চলেছে 'অশনি' আশঙ্কা। 'বিশাখাপত্তনম থেকে এখনও ৯৪০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় 'অশনি'। পুরী থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিকে ১ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। ঘূর্ণি ঝড়ের অভিমুখ রয়েছে উত্তর পশ্চিম দিকে। তাই অশনি-র স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা কম। আগামী ১২ ঘণ্টায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে অশনি।' পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
‘অশনি’ মোকাবিলায় ফিরহাদ হাকিম তৎপর কলকাতা পুরসভা মেয়র ফিরহাদ হাকিম জানালেন, “কলকাতায় ‘অশনি’-র প্রভাব পড়বে না। সব পাম্পিং স্টেশনকে সতর্ক করা হয়েছে। পুরসভা কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে। যদি ঝড় আসে তার জন্য ডিজেস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তৈরি থাকবে যাতে তাড়াতাড়ি গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করে দেওয়া যায়। খোলা থাকবে কন্ট্রোল রুমও।“
পূর্ব মেদিনীপুরের দিঘা-সহ সমুদ্র উপকূলে তত্পরতা। ইয়াসের শিক্ষা নিয়ে প্রস্তুত রাখা হয়েছে ফ্লাড সেন্টারগুলিকে। প্রশাসনের তরফে শুকনো খাবার মজুতের পাশাপাশি, বেশ কয়েকটি স্কুলেও আপত্কালীন ব্যবস্থা তৈরি রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত সমুদ্র তীরবর্তী এলাকা থেকে কাউকে সরানো হয়নি। প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।