7 Tay Bangla(Seg-1): অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় 'অশনি', উত্তাল দীঘার সমুদ্র | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 May 2022 10:15 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে অশনি। গোপালপুর থেকে ৪৯০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড়। পুরী থেকে ৫৭০ কিমি দূরে ঘূর্ণিঝড়। উত্তর-পশ্চিম অভিমুখে এগোচ্ছে 'অশনি'। দীঘায় উত্তাল সমুদ্র। অশনি-র প্রভাবে কলকাতায় দফায় দফায় বৃষ্টি। উপকূলের জেলাগুলিতেও বৃষ্টি।
ঘূর্ণিঝড় অশনির প্রভাব মোকাবিলায় দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় নদীপথে বাঁধ পরিদর্শন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। সঙ্গে ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। মেঘ মাথায় নিয়েই একাধিক জায়গায় মাটি ফেলে শুরু হয়েছে বাঁধ সংস্কার। তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কচুবেড়িয়ার বাসিন্দাদের একাংশ।