7 Tay Bangla : পাণ্ডবেশ্বরে শুভেন্দু অধিকারী-জিতেন্দ্র তিওয়ারিকে গো ব্যাক স্লোগান তৃণমূলের। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাণ্ডবেশ্বরে শুভেন্দু অধিকারীর কর্মীসভার শেষে উত্তেজনা। শুভেন্দু ও জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে তৃণমূলের স্লোগান। শুভেন্দু - জিতেন্দ্রকে গো ব্যাক স্লোগান তৃণমূলের। তৃণমূল কর্মীর দিকে তেড়ে গেলেন জিতেন্দ্র তিওয়ারি।
পাণ্ডবেশ্বরে শুভেন্দু আধিকারির কর্মী সভা ছিল আজ। কর্মীসভা শেষে জিতেন্দ্র তিওয়ারি বেড়নোর সময় TMC –র কিছু কর্মী সমর্থক তাকে দেখে ‘গো ব্যাক জিতেন্দ্র তিওয়ারি’ স্লোগান দিতে শুরু করে। এরপর তৃণমূল সমর্থকদের দিকে তেড়ে যান তিনি। পাল্টা স্লোগান দিতে শুরু করে বিজেপি সমর্থক রাও। এই প্রসঙ্গে জিতেন্দ্র তিওয়ারি বলেন, “এরা সব কয়লা চোর। এরা জানে বিজেপি জিতে গেলে এস করার সুযোগ পাবে না।“
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে ডিওয়াইএফআই সদস্যের রহস্যমৃত্যু।নয়ানজুলি থেকে উদ্ধার ডিওয়াইএফআই সদস্য বিদ্যুৎ মণ্ডলের দেহ।তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বাম নেতৃত্ব ও বিদ্যুতের পরিবারের।ঘটনাস্থল থেকে উদ্ধার ইনজেকশনের সিরিঞ্জ, ৩ জোড়া জুতো।মিলেছে ধস্তাধস্তির চিহ্ন, দাবি পরিবারের।‘মত্ত অবস্থায় দুর্ঘটনার জেরে মৃত্যু হতে পারে’।খুনের অভিযোগ অস্বীকার করে দাবি তৃণমূলের।ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।