7 Tay Bangla(Seg-1): জেলা ও ব্লকস্তরের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করলেন মমতা | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদলটাকেই তো তুলে দেবেন, উদয়ন-রবীন্দ্রনাথকে ভর্ত্সনা মমতার। ‘নিজেদের মধ্যে বিবাদ করবেন না, জেলা থেকে নেতা তুলে আনব। আর কত প্রচার চাই? দিনহাটার বিধায়ককে প্রশ্ন ক্ষুব্ধ নেত্রীর: সূত্র। আরামবাগ নিয়ে প্রচুর অভিযোগ পাওয়ায় ক্ষুব্ধ তৃণমূল নেত্রী। আরামবাগ নিয়ে অভিযোগ ওঠায় দায়িত্ব দেওয়া হল দিলীপ যাদবকে
'আত্মপ্রচার নয়, দলের হয়ে প্রচার করুন। নিজেকে তুলে ধরা নয়, দলকে সামনে তুলে ধরুন। ১১ বছরে সরকার প্রচুর কাজ করেছে। কাজের সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। মানুষের কাছে সরকারের সাফল্যের কাহিনী তুলে ধরুন। ছোটোকাটো ভুল শুধরে নিন। জেলা ও বল্কস্তরে কমিটিকে ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করুন।' বৈঠকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছে তৃণমূল। করোনা গেলেই লাগু হবে সিএএ। উত্তরবঙ্গে সভা থেকে বার্তা অমিত শাহের। ‘সিএএ বাংলায় হবে না, শুধু নির্বাচনের সময় ইস্যু তোলা হয়। এটা তো ওদের দলের নিজস্ব ব্যাপার। সেই দায় আমাদের ঘাড়ে কেন চাপাচ্ছেন। আমরা কোনও সিএএ, এনআরসি চাই না। আমরা চাই সবাই একসঙ্গে থাকুক।' সিএএ নিয়ে অমিত শাহের মন্ত্যবের পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের।