7 Tay Bangla (Seg-1):’আমাদের দিদি ২০২৪-এ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন’, ট্যুইট অপরূপার।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই অনুষ্ঠানে ওঁর অভিভাবকত্বে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক।' গতকাল ফেসবুক পোস্ট করেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। কুণালের ফেসবুক পোস্টের পর ট্যুইট অপরূপা পোদ্দারের (Aparupa Poddar)। তৃণমূল সাংসদ ট্যুইটে লিখেছেন, আমি চাই, আমাদের দিদি ২০২৪-এ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির গোবর্ধন জগদীপ ধনকড়ের থেকে বাংলায় ২০২৪-এ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন আমাদের প্রিয় যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়। ট্যুইট তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের।
‘মমতা চাইলে কালকেই বাংলার মুখ্যমন্ত্রী হতে পারেন অভিষেক’, মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্রর। ‘২০২৪-এ মোদি হারলে নেতৃত্ব দেবেন মমতা। ২০২৬-এই রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন অভিষেক,’ মন্তব্য কামারহাটির বিধায়কের।
রাজ্য বিজেপিতে বাড়ছে কোন্দল। বিজেপি যুব মোর্চার নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই কোন্দল। ফালাকাটার বিজেপি বিধায়ককে তোপ দলেরই নেতার! ‘জেলা বিজেপিকে শেষ করার জন্য কত টাকা নিয়েছেন বিধায়ক? পরিযায়ী পাখির মতো জেলায় এসে নাক গলাচ্ছেন দীপক বর্মন। বিজেপিকে পৈত্রিক সম্পত্তি ভাবছেন ফালাকাটার বিধায়ক’, ফেসবুক পোস্টে তোপ বিজেপির জেলা কমিটির সদস্য দেবকুমার শাহর। বিধায়ককে সেটিং মাস্টার বলে আক্রমণ বিজেপি নেতার। গুরুত্ব দিতে নারাজ বিজেপি বিধায়ক দীপক বর্মন। দেবকুমার শাহকে জেলা কমিটি থেকে সরিয়ে দিল বিজেপি।