৭টায় বাংলা (Seg 1): ইউক্রেনের জেপরোজিয়ায় পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের দখল নিল রাশিয়া | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিভ (Kyiv) থেকে আর মাত্র ৬৪ কিমি দূরে রাশিয়ার সেনা বাহিনী। ইউক্রেনের কিভের কাছে চেরনিহিবে রাশিয়ার হামলা, ৪৭জনের মৃত্যু। জেপরোজিয়ায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা। জেপরোজিয়ায় পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের দখল নিল রাশিয়া।
আগামী ৭ তারিখ উত্তরপ্রদেশে শেষ দফা ভোটের আগে কাশীতে নরেন্দ্র মোদির রোড শো। প্রায় সাড়ে তিন কিমি লম্বা র্যালি করেন প্রধানমন্ত্রী। কাশীর বারাণসী ক্যান্টনমেন্ট এবং উত্তর, দক্ষিণ তিনটি বিধানসভা জুড়ে প্রধানমন্ত্রীর রোড শো। র্যালির শেষে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন নরেন্দ্র মোদি।
'ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের জন্য খুবই চিন্তিত। জীবন খুবই মূল্যবান। পড়ুয়াদের ফেরাতে কেন এত সময় নেওয়া হচ্ছে? এই কাজ কেন আগে করা হয়নি? দ্রুত পর্যাপ্ত পরিমাণে বিমানের ব্যবস্থা করুক কেন্দ্র। যত দ্রুত সম্ভব পড়ুয়াদের ভারতে ফেরানো হোক', ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।