7 Tay Bangla (Seg 1): কাল ৪ পুরসভার ভোটের রায়, কাল সকাল ৮ থেকে ত্রিস্তরীয় নিরাপত্তায় গণনা শুরু। Bangla News
abp ananda
Updated at:
13 Feb 2022 08:34 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাল ৪ পুরসভার ভোটের রায়। কাল সকাল ৮ থেকে ত্রিস্তরীয় নিরাপত্তায় গণনা শুরু। বিধাননগরে ৮ থেকে ১৪ রাউন্ড গণনা। আসানসোলে ২২ রাউন্ড, চন্দননগরে ৬ থেকে ১১ রাউন্ডের গণনা। শিলিগুড়িতে ৬ থেকে ৭ রাউন্ডের গণনা। প্রথমে ইলেকশন ডিউটি ভোটের গণনা, পরে শুৰু ইভিএম গণনা।
‘দুপুর একটার মধ্যে সম্পূর্ণ ফলপ্রকাশ’, কমিশন সূত্রে খবর।