৭টায় বাংলা (Seg 2): রামপুরহাট কাণ্ডে ধৃত আনারুল হোসেনের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআনারুল হোসেনের (Anarul Hossain) ১৪ দিনের পুলিশ হেফাজত। রামপুরহাট কাণ্ডে ধৃত তৃণমূলের ব্লক সভাপতির পুলিশ হেফাজত। ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ রামপুরহাট আদালতের। ‘অন্যান্য ধৃত অভিযুক্তদের জেরা করে আনারুলের নাম পাওয়া গিয়েছে। নির্মম হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আনারুল হোসেন', রামপুরহাট আদালতে দাবি সরকারি আইনজীবীর। ‘বাকি অভিযুক্তদের ধরতে আনারুলকে জেরা করা জরুরি', রামপুরহাট আদালতে দাবি সরকারি আইনজীবীর। ‘আনারুল হোসেন অসুস্থ, ৬১ বছর বয়স। আনারুল আত্মসমর্পণ করেছেন। যদি পালানোরই চেষ্টা করতেন, তাহলে আত্মসমর্পণ করতেন না', রামপুরহাট আদালতে সওয়াল আনারুলের আইনজীবীর। আদালতে কেস ডায়েরি জমা দিল পুলিশ।
রামপুরহাটকাণ্ডে পুলিশি ধরপাকড়ের মাঝেই নতুন করে আতঙ্কে বগটুইয়ের (Bogtui) বাসিন্দারা। ছাড়া পেলে প্রাণে মারার হুমকি দিচ্ছে বোমার আঘাতে নিহত উপপ্রধান ভাদু শেখের অনুগামীরা। অভিযোগ আগুনে পুড়ে মৃত মীনা বিবির পরিবারের। রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ পাঠানো হচ্ছে।
আমি একটি মৃতদেহই শনাক্ত করতে পেরেছি। আমি ছাড়া আর কেউ নিহতের শনাক্ত করতে আসেননি। শুধুমাত্র কপাল ও পা দেখে একজনকে শনাক্ত করতে পারলেও, বাকিদের কাউকেই চিহ্নিত করতে পারিনি। রামপুরহাটকাণ্ডে এবিপি আনন্দে চাঞ্চল্যকর দাবি করলেন আলাউদ্দিন শেখ।
সূচপুরে যেমন সাজিয়েছিলে, এখনও সবকটা জেলে আছে। ওই কেসটার মতো সাজাতে হবে। মুখ্যমন্ত্রীর সামনেই অনুব্রত মণ্ডলের মন্তব্য ঘিরে দলেই বিতর্ক। বড় নেতা অনুব্রত মণ্ডল, বেশি বোঝেন। ওঁকে নিয়ে মন্তব্য করার প্রয়োজন আছে বলে মনে করি না, খোঁচা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। মন্তব্যে নারাজ তৃণমূলের বীরভূম জেলা সভাপতি।
১২ এপ্রিল উপনির্বাচন। আসানসোলে জোরকদমে প্রচারে তিন প্রার্থী। প্রথমে রোড শো, পরে কর্মিসভা করলেন শত্রুঘ্ন সিন্হা। প্রচার সারলেন বিজেপির অগ্নিমিত্রা পাল এবং সিপিএম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়।
রসনার স্বাদ সন্ধান এবার উত্তরে। খাইবার পাস এবার শিলিগুড়িতে। আজ থেকে দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে শুরু হয়েছে খাইবার পাস। চলবে রবিবার পর্যন্ত।