৭টায় বাংলা (Seg 2): 'পুরনোদের একেবারে সরিয়ে দেওয়া ঠিক হয়নি', পুরভোটে ভরাডুবি প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুরভোটে ভরাডুবি। চিন্তন বৈঠকে বিজেপি (BJP)। বৈঠকে বিস্ফোরক অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee)। 'শুধু সন্ত্রাস সন্ত্রাস বললেই হবে না, দুর্বলতা স্বীকার করতে হবে। কমিটিতে যোগ্যতা নয়, গুরুত্ব পেয়েছে কোটা। পুরনোদের একেবারে সরিয়ে দেওয়া ঠিক হয়নি। সিপিএম (CPM) কীভাবে দ্বিতীয় দল হয়ে উঠেছে, পর্যালোচনা করতে হবে', বৈঠকে মন্তব্য বিজেপি সাংসদের।
'এক সময় আমাদের বলা হত আমাদের নাকি তৃণমূলের (TMC) সঙ্গে যোগ আছে। কিন্তু এখন তো তৃণমূল আর সিপিএমের (CPM) ফিশ ফ্রাই জোট তৈরি হয়েছে। এখন তো তৃণমূলের নতুন স্লোগান তৈরি হয়েছে। তৃণমূলের নতুন ডাক, কাস্তে হাতুড়ি বেঁচে থাক", কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
এদিকে, আইএমএ (IMA) কলকাতা শাখার নির্বাচন ঘিরে উত্তেজনা। আইএমএ-র সভাপতি পদের জন্য লড়াই করছেন চিকিৎসক বিধায়ক নির্মল মাজি ও আর এক চিকিৎসক প্রশান্ত ভট্টাচার্য। এই নির্বাচন ঘিরে উত্তেজনা। মোতায়েন বিশাল পুলিশবাহিনী। দু'পক্ষের সমর্থকদের মধ্যে ঝামেলা। আইএমএ-র ভোটকেন্দ্রের সামনে বিক্ষোভ। উঠল বহিরাগতদের দিয়ে ভোট করানোর অভিযোগ।