7 Tay Bangla (Seg-2): ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, বাঁধ মেরামতি-সতর্কবার্তা প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। শুক্রবার দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। শনিবার তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। গভীর নিম্নচাপ রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে অবস্থান করবে ঘূর্ণিঝড়। মঙ্গল-শুক্র রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
বঙ্গোপসাগরে ‘অশনি’ সংকেতে তৎপর হল দক্ষিণ ২৪ পরগণার জেলা প্রশাসন। ক্যানিং-এর ইঁটখোলা এবং নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতে এলাকায় মাতলা নদীর বাঁধ পরিদর্শন করলেন ক্যানিং-এর জেলাশাসক ও এক নম্বর ব্লকের বিডিও। ক্যানিং-এ দুর্বল বাঁধ মেরামতির নির্দেশ। প্রস্তুত স্কুল ও ফ্লাড সেন্টারগুলি।
'মৎসজীবীদের পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ১১ থেকে ১৩ মে এর মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। সেইসঙ্গে উপকূলের কাছাকাছি জেলাগুলোতে ভারি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।' জানালেন আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায়।