৭টায় বাংলা (Seg 2): কাল দোল, আজ বেলুড় মঠে পালিত হোলিকা দহন উৎসব | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিজেপির (BJP) সমর্থনে চেয়ারম্যান হয়েই বিক্ষুব্ধ তৃণমূলের ইস্তফা! খড়ার পুরসভার চেয়ারম্যান পদে ইস্তফা বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলরের। ঘাটাল মহকুমা শাসকের কাছে ইস্তফা দিলেন বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর। সমর্থনকারী কাউন্সিলরদের চাপ, তাই ইস্তফা, দাবি অদ্যুতের। ‘দলের বিরুদ্ধে গিয়েছিলেন, বুঝতে পেরে ইস্তফা দিয়েছেন। ওনাকে বরদাস্ত করা হবে না, নতুন বোর্ড গঠন হবে’, অদ্যুৎ মণ্ডলের পদত্যাগ নিয়ে মন্তব্য তৃণমূল কোঅর্ডিনেটরের।
সিপিএমের (CPM) নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রাজ্য কমিটি থেকে বাদ পড়লেন সূর্যকান্ত, বিমান, রবীন। নতুন রাজ্য কমিটি গঠনের পর মহম্মদ সেলিম (Md Salim) বলেন, "কঠিন পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিলে দায়িত্ববোধ থাকলে আনন্দ হয় না। এই দায়িত্ব নিয়ে যেন শিরদাঁড়া সোজা রাখতে পারি।"
সন্ধ্যারতির পর বেলুড়মঠে পালিত হল হোলিকা দহন উৎসব। দোলের আগে সন্ধ্যায় মঠের পূর্বদিকে গঙ্গার পাশে এই অনুষ্ঠান হয়।