7 Tay Bangla : ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে দর্শক প্রবেশের অনুমতি চেয়ে বিসিসিআই-কে অনুরোধ সিএবি-র। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবর্ধমানে (Bardhaman) একই পরিবারের ২ শিশুর রহস্যমৃত্যু, অসুস্থ ৪। মঙ্গলবার রাতে মাংস (Meat) খাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে (Hospital) মৃত্যু (Death)। বিষক্রিয়াতেই (Poison) মৃত্যু, দাবি বর্ধমান মেডিক্যালের সুপারের। বাড়িতে ইঁদুর মারতে বিষ দেওয়া হয়েছিল, জানাল পরিবার।মাংসে ইঁদুর মারার বিষ মিশেই কি মৃত্যু? তদন্তে পুলিশ।
‘পণে’র দাবিতে ‘বধূহত্যা’, আগুনে পোড়ার ছবি শেয়ার!আসানসোলে পণের দাবিতে বধূকে পুড়িয়ে খুনের অভিযোগ। আগুনে পুড়ে যাওয়ার ছবি বাপের বাড়িতে শেয়ারের অভিযোগ। ২০ হাজার টাকার জন্য ‘বধূহত্যা’, স্বামী-সহ ৫জন আটক।
‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ইডেনে দর্শক ঢুকতে দেওয়া হোক’। ইডেনে ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ। অনুমতি দেওয়ার জন্য বিসিসিআইকে অনুরোধ সিএবি-র। বিসিসিআইয়ের জবাবের অপেক্ষায় সিএবি কর্তারা।