৭টায় বাংলা (Seg 2): বাড়ির লোককেই টানতে হচ্ছে রোগীর ট্রলি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস NRS কর্তৃপক্ষের | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদোলের দিন কলকাতায় (Kolkata) গুলি, মৃত্যু ব্যবসায়ীর। রিজেন্ট পার্কের (Regent Park) নতুন পল্লিতে ব্যবসায়ীকে গুলি করে খুন। মদ্যপান করে বন্ধুর স্ত্রীকে আবির মাখানো নিয়ে বিবাদ, পুলিশ সূত্রে খবর। ব্যবসায়ীর স্ত্রীকে আবির মাখানো নিয়ে দুই বন্ধুর বিবাদ, পুলিশ সূত্রে খবর। ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ বন্ধুর বিরুদ্ধে। এসএসকেএমে (SSKM) গুলিবিদ্ধ ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা। পলাতক অভিযুক্তের খোঁজে রিজেন্ট পার্ক থানা।
কিডনির অসুখে ভোগা সঙ্কটাপন্ন রোগীর জন্য ট্রলি টানতে হল বাড়ির লোককেই। ডায়লিসিসের জন্য নিয়ে যেতে হল দেড় থেকে দুই কিলোমিটার পথ। এনআরএস (NRS) হাসপাতালে ঘটেছে এমনই মর্মান্তিক ঘটনা। কেন মেলেনি খোঁজ নিয়ে দেখা হচ্ছে, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।
পূর্ব বর্ধমানের সাঁইবাড়িতে শহিদ দিবসের অনুষ্ঠান পালনে কংগ্রেস নেতাদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। পাল্টা কংগ্রেসের দাবি, সাঁইবাড়ি থেকে ডাক না পাওয়ায় তারা আলাদা করে শহিদ দিবস পালন করেছে।
উপ নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ। আসানসোল লোকসভা কেন্দ্র থেকে লড়বেন অগ্নিমিত্রা পাল। এর আগে আসানসোল দক্ষিণ থেকে বিধানসভা ভোটে লড়েছিলেন অগ্নিমিত্রা। ওই কেন্দ্র থেকে জিতেছিলেন অগ্নিমিত্রা পাল। বালিগঞ্জ বিধানসভা থেকে বিজেপির হয়ে লড়বেন কেয়া ঘোষ। কেয়া ঘোষ এখন রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র । বিজেপি থেকে যোগ দেওয়া বাবুল সুপ্রিয় ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। আগামী ১২ এপ্রিল হবে ওই উপনির্বাচন।