৭টায় বাংলা (Seg 2): 'এখন বিদেশ গেলে অসুবিধা', খারিজ বিক্রম চট্টোপাধ্যায়ের পাসপোর্ট ফেরত পাওয়ার আর্জি | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাসপোর্ট ফেরত পেতে বিক্রম চট্টোপাধ্যায়ের (Vikram Chatterjee) আর্জি খারিজ। আলিপুর আদালতে (Alipore Court) খারিজ বিক্রম চট্টোপাধ্যায়ের আর্জি। শ্যুটিংয়ের জন্য লন্ডনে যেতে পাসপোর্ট ফেরত পাওয়ার আবেদন। পাসপোর্ট ফেরত পেতে আবেদন করেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ‘শীঘ্রই বিচারপ্রক্রিয়া শুরু হবে, এখনই বিদেশে গেলে অসুবিধে’, পাসপোর্ট ফেরতের আর্জির বিরোধিতা করে সওয়াল সরকারি আইনজীবীর। সনিকা সিংহ চৌহান-মৃত্যুর মামলায় বিক্রমের পাসপোর্ট বাজেয়াপ্ত। ২০১৭ সালের ২৯ এপ্রিল রাসবিহারী মোড়ের কাছে পথ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পড়ে বিক্রমের গাড়ি, মৃত্যু হয় সনিকার।
এদিকে, বেজির গলায় শিকল পরিয়ে সেলফি, শ্রাবন্তীকে (Srabanti Chatterjee) তলব। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোলে ফের শ্রাবন্তীকে তলব। আজ ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোলে যান শ্রাবন্তী। উত্তরে সন্তুষ্ট না হওয়ায় কাল ফের অভিনেত্রীকে তলব। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি শ্রাবন্তীর।
পাইপ বেয়ে পালাতে গিয়ে আনিসের (Anish Khan) মৃত্যু, সিটের (SIT) তদন্ত রিপোর্ট প্রকাশের আগে বিস্ফোরক তত্ত্ব ক্যানিং পূর্বের বিধায়ক সওকতের (Saokat Molla)। পাইপও তো নেই, কী করে সব জানলেন? প্রশ্ন তুলে থানায় অভিযোগ দায়ের পরিবারের।
এই ঘটনাকে কটাক্ষ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "আনিসকাণ্ডে রাজ্য সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আনিস-হত্যা রাষ্ট্রীয় খুন। মুখ্যমন্ত্রী ১৫ দিন সময় দিলেন, এখন তো স্পষ্ট যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।"