7 Taye Bangla 1: পুলিশি গাফিলতির খেসারত দিচ্ছে সরকার, মাও পোস্টার লাগিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি :মমতা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাঁসখালি থেকে ধানতলা, পুলিশের গাফিলতিতে খেসারত দিতে হচ্ছে সরকারকে। এমনটাই অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁসখালিকাণ্ড নিয়েও এদিনের বৈঠকে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'হাঁসখালিতে ঘটনাটা ঘটল কী করে? কেন খবর নেওয়া হয়নি? পুলিশের গাফিলতির জন্য সরকার কেন সরকার ভুগবে? একেক সময় একএকরকম বয়ান দেওয়া হচ্ছে। হাঁসখালিতে পুলিশের কাছে এক বয়ান, সিবিআইয়ের কাছে আরেক বয়ান।'তোপ মমতার।
রামপুরহাটকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
'উনি স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশকে উনি পরিচালনা করেন। পুলিশের পোস্টিং উনি দেন। উনি তদন্তের গতিমুখ কী হবে সেটা ঠিক করে দেন। উনি পুলিশকে বলে দেন কোন কেস টা কীভাবে সাজাতে হবে। তারপরেও পুলিশ যদি কাজ না করতে পারে, ওনার মনমতো না করতে পারে। তাহলে তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে। পুলিশই তৃণমূল, তৃণমূলই পুলিশ' মন্তব্য শমীকের।
মাওবাদীদের নামে পোস্টার লাগিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি। বেলপাহাড়ির সীমানা দিয়ে কেউ কেউ ঝাড়খণ্ড থেকে ঢুকছে। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে মন্তব্য মুখ্যমন্ত্রীর।