৭টায় বাংলা (১): ভিক্টোরিয়ায় মমতাকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া নিয়ে সরব সাংস্কৃতিক মহল, জেলায় জেলায় বিক্ষোভ TMC কর্মীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jan 2021 08:38 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ভিক্টোরিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বক্তব্য রাখতে বাধা দেওয়ার মতো পরিবেশ তৈরি করা হয়েছিল। নির্বাচিত মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে, কুলতলির সভা থেকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এদিকে ভিক্টোরিয়া কাণ্ডে বাবুল সুপ্রিয় ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, "২০১৩ এবং ২০২১ সালে দুই ঘটনায় মিল অনেক। দুটি দুই স্বাধীনতা সংগ্রামীর জন্মদিবসের অনুষ্ঠান। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দুই ভিন্ন রাজনৈতিক দলের। কৃতিত্ব তৎকালীন মুখ্যমন্ত্রীর তথা বর্তমান প্রধানমন্ত্রীর। ২০১৩-য় আমদাবাদে যা ঘটেছিল, তা প্রভাব ফেলেনি।" অন্যদিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার প্রতিবাদে পথে নামল তৃণমূল। জেলায় জেলায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।