৭টায় বাংলা (Seg 1): আইনশৃঙ্খলা অবনতির কারণ দেখিয়ে শহরে বন্ধ তিনটি স্কুল ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Apr 2022 10:33 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইনশৃঙ্খলা অবনতির কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হল G D বিড়লা স্কুল। আজ সকালে নোটিস দিয়ে কর্তৃপক্ষ জানিয়ে দেয়, পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে স্কুল বন্ধ রাখা হচ্ছে। গত কয়েকদিন ধরেই স্কুলের সামনে অভিভাবকদের আন্দোলন চলছিল। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
আইনশৃঙ্খলা অবনতির কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হল অশোক হল হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল ও G D বিড়লা স্কুল। আচমকা স্কুল বন্ধের এই সিদ্ধান্তে স্তম্ভিত অভিভাবকরা। “সকালে বলা হয়েছিল স্কুলের পেছনের দরজা দিয়ে ঢুকতে হবে। সেটা মাঝে মধ্যেই হয়। পরে দেখি একটা নোটিস লাগানো রয়েছে। যাদের একমাত্র দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষা রয়েছে তাদেরই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে।" জানালেন অশোক হল স্কুলের এক পড়ুয়ার অভিভাবক।