৭টায় বাংলা (Seg 1): অনুব্রত মণ্ডলের 'পুরভোটে খেলা হবে' মন্তব্যের বিরোধিতায় সরব সিপিএম-বিজেপি | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটিকিট না পেয়ে কান্নায় ভাঙলেন তৃণমূল (TMC) কর্মী। হুগলি (Hooghly) তৃণমূল সভাপতির বাড়িতে গিয়ে ধর্না, টিকিট না পেয়ে কেঁদে ভাসালেন শম্পা বন্দ্যোপাধ্যায়, টিকিট পাওয়ার কথা বলেও না পাওয়ার অভিযোগ, ‘মনোনয়ন শেষ না হওয়া পর্যন্ত কাটাছেঁড়া হতেই পারে’, ‘কে প্রার্থী হবে, আর কে হবে না, তা দলের ব্যাপার’, টিকিট না পাওয়ার ক্ষোভ নিয়ে মন্তব্য তৃণমূলের জেলা সভাপতির।
রানাঘাট (Ranaghat) থেকে শান্তিপুর (Shantipur)। বীরনগর থেকে চাকদা। তৃণমূলের প্রার্থী নিয়ে ক্ষোভ ছড়াল নদিয়ার (Nadia) একাধিক পুর এলাকায়। কোথাও রাস্তায় নেমে চলল বিক্ষোভ, কোথাও আবার প্রার্থীর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় করা হল তীর্যক পোস্ট। আর এই নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর।
‘পুরভোটে ভাল খেলা হবে, হকি খেলা হবে। ক্রিকেট ব্যাট থাকবে, ফুটবল, হকি স্টিক থাকবে। সব প্রার্থী জয়ী হবে, জেলা, টাউন হিসেবে খেলা হবে’, পুরভোটের আগে ফের ‘খেলার’ দাওয়াই অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)।
এই মন্তব্যকে কটাক্ষ করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "আমি তো শুনলাম ওঁর শরীর খারাপ। এই অবস্থায় হকি খেললে তো শরীরের ওপর চাপ পড়বে। এখন ওঁর বিশ্রাম নেওয়ার সময়।" সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, "পঞ্চায়েত নির্বাচন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে ছিল, সবাই তো দেখেছে কী হয়েছে। তৃণমূল চায় বাংলায় হকি স্টিকের খেলা হোক বা ভাঙা পায়ে ফুটবল খেলা হোক।"