7 Tay Bangla : বিজেপিকে ধাক্কা দিয়ে ছুড়ে ফেলে দিন, উত্তরপ্রদেশে ভোটপ্রচারে বললেন মমতা | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকালই বারাণসীতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়ে প্রচারে গিয়েছেন তিনি। সেখানে গিয়েই বিজেপির বিরুদ্ধে তাঁর হুঙ্কার। গতকাল তাঁকে চূড়ান্ত অপমান করেছে বিজেপি। তাকে অপমানের জবাব দেবেন মা-বোনেরা। বিজেপি যে পাপ করেছে, তা কখনও ধোয়া যাবে না। বিজেপিকে ধাক্কা দিয়ে ছুড়ে ফেলে দিন', হুঙ্কার তৃণমূল নেত্রীর।
এপ্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় স্তরে নরেন্দ্র মোদির বিকল্প মুখ হিসেবে যেভাবে উঠে আসছেন তাতে ভীত বিজেপি। ইতিমধ্যেই তৃণমূল বিজেপির বিকল্প শক্তির ভরকেন্দ্র হয়ে উঠছে। এই প্রতিক্রিয়ায় আদতে তৃণমূল নেত্রীর শক্তি প্রমাণিত হল।"
উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের হয়ে সভা করার পর কাশী বিশ্বনাথ মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দিলের পুজো। আগামীকাল ফিরবেন কলকাতায়।
বৃহস্পতিবার বারাণসীর জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার 'জয় শ্রী রাম' প্রসঙ্গ নিয়ে কথা বলেন। তিনি বলেন, "আমরা প্রথম থেকে বলে এসেছি জয় সিয়া রাম, যেখানে শ্রী রামের সাথে তাঁর স্ত্রী সীতার নামও নেওয়া হয়। কিন্তু বিজেপি সীতা মাতার নাম বাদ দিয়ে দিয়েছে। এটা ওদের চক্রান্ত।" "সিয়া রাম দেশের পূর্ব ভাগে মানুষেরা বলেন, উত্তর ভাগে বরাবরই জয় শ্রী রাম বলা হয়ে এসেছে", পাল্টা জবাব দিলীপ ঘোষের।