৭টায় বাংলা (Seg 1): সিঙ্গুরে তৈরি হচ্ছে মাছের ভেড়ি, শুরু রাজনৈতিক বাদানুবাদ | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jan 2022 10:16 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ রটন্তী কালীপুজো। নিয়ম মেনে দক্ষিণেশ্বরে (Dakshineshwar Temple) শুরু বিশেষ সন্ধ্যারতি।
সিঙ্গুরে (Singur) তৈরি হচ্ছে মাছের ভেড়ি। গোপালনগর মৌজায় ভেড়ি তৈরির কাজ শুরু হয়েছে। যন্ত্রের সাহায্যে শুরু হয়েছে মাটি কাটার কাজ। সিঙ্গুরের গোপালনগর মৌজায় ১০ বিঘা জমিতে মাছের ভেড়ি তৈরি হচ্ছে। পাশের আরও কয়েকটি জমিতেও ভেড়ি তৈরি হবে বলে দাবি মালিকদের। এ’নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।
উত্তর ২৪ পরগনার ইছাপুরে খুন তৃণমূল নেতা। সেই রাজনৈতিক তরজার আঁচ এসে পড়ল মহাত্মা গাঁধীর প্রয়াণ দিবসের অনুষ্ঠানে। রাজ্যপালের সঙ্গে অর্জুন সিংহ থাকায় মঞ্চে ওঠেননি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।