৭টায় বাংলা (Seg 1): পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ হতেই তৃণমূল-বিজেপি নির্বিশেষে জেলায় জেলায় কর্মী বিক্ষোভ | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজেলায় জেলায় পুরভোটে প্রার্থী তালিকা পাঠানো শুরু বিজেপি। আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই তালিকা পাঠানো হল জেলায়। প্রার্থী তালিকা পাঠানোর পরেই রঘুনাথগঞ্জে (Raghunathganj) দলের একাংশের বিক্ষোভ। পার্টি অফিসে বিক্ষোভ দেখানো হয়। দলীয় কার্যালয়ের বাইরেও শুরু হয় হাতাহাতি।
প্রার্থী তালিকা প্রকাশ হতেই জেলায় জেলায় তৃণমূলের (TMC) বিক্ষোভ। মালবাজারে (Malbazar) ৩ প্রার্থীকে নিয়ে অসন্তোষ। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেসের একাংশ। তৃণমূলের দুই পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতিরও সৃষ্টি হয়।
অভিষেককে (Abhishek Banerjee) ছাড়াই পুরভোটে তৃণমূলের নজরদারি কমিটি। হাওড়া, হুগলি-সহ জেলায় জেলায় সমন্বয় কমিটি গঠন করল তৃণমূল। সমন্বয় কমিটিতে পার্থ, ফিরহাদ, সুব্রত বক্সী-সহ একাধিক নেতা। ‘দঃ ২৪ পরগনায় কোঅর্ডিনেটর শুভাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস’, কোনও সমন্বয় কমিটিতেই নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম।
সমাজবাদী পার্টির জন্য প্রচারে লখনউয়ে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিমানবন্দরে তৃণমূল নেত্রীকে স্বাগত জানালেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। 'সমাজবাদী পার্টি জিতেবে, এটাই চাই। বিজেপি হারবে', বিমানবন্দরেই বললেন তৃণমূল নেত্রী।