৭টায় বাংলা (Seg 1): এবার বাড়িতে বসেই মিলবে ভোটার কার্ড, আগামীকাল থেকে প্রকল্পের সূচনা | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঠাকুরনগরে জাহাজ প্রতিমন্ত্রীর বাড়িতে বৈঠকে বিজেপি বিধায়ক। ‘মতুয়াদের জন্য সিএএ-র দাবি দীর্ঘদিনের’, সিএএ নিয়ে এবার চাপ বাড়ালেন হরিণঘাটার বিজেপি বিধায়ক। ঠাকুরবাড়ি গেলেন বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক।
চপ ভাজার পর এবার ফুল-মিষ্টি নিয়ে বাঁকুড়া (Bankura) পুরসভায় হাজির হলেন বিজেপি (BJP) বিধায়ক। জল্পনা বাড়িয়ে প্রশাসকের কাজের প্রশংসা করলেন তিনি। যদিও বিধায়কের দাবি, এটি সৌজন্য সাক্ষাৎ। অন্যদিকে, তৃণমূল নেত্রী ও পুর প্রশাসকের দাবি, বিজেপি বিধায়ক তৃণমূলে আসার ইঙ্গিত দিচ্ছেন।
এবার বাড়িতে বসেই মিলবে ভোটার কার্ড। কাল জাতীয় ভোটার দিবস (National Voters' Day) থেকে প্রকল্পের সূচনা। ডাকঘর দফতরের সঙ্গে ভোটার কার্ড নিয়ে কথা কমিশনের (Election Commission of India)। কাল রাজ্যে প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ‘ভোটার কার্ডের সঙ্গেই মিলবে কীভাবে ভোট দিতে হবে, তার তথ্য’, বাড়িতে বসেই ভোটার কার্ড প্রকল্প নিয়ে খবর কমিশন সূত্রে।
অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আদবকায়দা থেকে কথা বলার ধরন সবটাই রিহার্সাল করে নখদর্পনে এনেছেন বোলপুরের সাজিদ খান। প্রায়ই তাঁর একেকটা ভিডিওর দর্শক সংখ্যা ছাড়িয়ে যায় লক্ষের গণ্ডি। এবার অনুব্রতর পাশে বসেই করলেন তাঁর অনুকরণ। মুচকি হেসে উপভোগ করলেও অনুব্রত মণ্ডলের হুঁশিয়ারি, কুৎসা করলে রেয়াত করব না।