Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
৭টায় বাংলা (Seg 2): রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২১ হাজার ৯৮জন, ১৯ জনের মৃত্যু | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে করোনার (Corona) দৈনিক সংক্রমণ ফের ২১ হাজার পার! রাজ্যে একদিনে ২১ হাজার ৯৮জন করোনা আক্রান্ত। রাজ্যে একদিনে করোনায় বাড়ল মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় ১৯জনের মৃত্যু। কলকাতায় (Kolkata) একদিনে করোনা আক্রান্ত ৬ হাজার ৫৬৫, কলকাতায় একদিনে করোনায় ৬জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে ৪ হাজার ১৬জন সংক্রমিত, উত্তর ২৪ পরগনায় একদিনে করোনায় ৫জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে করোনায় ১ হাজার ৪৩৫জন সংক্রমিত, সেখানে একদিনে করোনায় ৩জনের মৃত্যু হয়েছে। হাওড়ায় একদিনে ১ হাজার ৮১৫জন সংক্রমিত, ৩জনের মৃত্যু। নদিয়ায় একদিনে ৩৮৫জন সংক্রমিত, ২জনের মৃত্যু। রাজ্যে গতকালের তুলনায় বাড়ল টেস্ট, কমল পজিটিভিটি রেট। হাওড়ায় মাইক্রো কনটেনমেন্ট জোন ৪১ থেকে বেড়ে ৬৬।
এদিকে, কলকাতায় ২৯টি কনটেনমেন্ট জোন। সংক্রমণ বেশি ছড়াচ্ছে আবাসনগুলির লিফট থেকে। দুই সপ্তাহের মধ্যে পুরসভার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, মন্তব্য কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের
হাইকোর্টের (Calcutta High Court) সুপারিশের পরেই অপসারিত এসএসসির চেয়ারম্যান (SSC Chairman)। এসএসসির নতুন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। শুভশঙ্কর সরকারের জায়গায় নতুন এসএসসির চেয়ারম্যান। কালই এসএসসির চেয়ারম্যান পদে দায়িত্ব নেবেন সিদ্ধার্থ।
সম্পন্ন বাড়ির শিক্ষিত ছেলে। এবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে চুরির অভিযোগে গ্রেফতার হলেন এম এ পাস যুবক। ৩ লক্ষ টাকার সোনার গয়না চুরির অভিযোগে ঠাই হল শ্রীঘরে।