৭টায় বাংলা (Seg 2): কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৬,৮৬৭জন, কনটেনমেন্ট জোন বেড়ে ৪৪ | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘অন্তর্ঘাত, গাফিলতি কিংবা যান্ত্রিক ত্রুটির জন্য কপ্টার দুর্ঘটনা নয়। খারাপ আবহাওয়ার জন্যেই জেনারেলের (Gen Bipin Rawat) কপ্টার দুর্ঘটনা। হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, মেঘের ভিতরে ঢুকে যাওয়ায় দুর্ঘটনা। পাইলট দিশেহারা হয়ে যাওয়াতেই জেনারেলের কপ্টার দুর্ঘটনা। কপ্টারের ডেটা রেকর্ড, ককপিটের ভয়েস রেকর্ডার। প্রত্যক্ষদর্শীদের বয়ানের সূত্র করে উঠে এসেছে তথ্য। কুন্নুরে বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনা নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট', সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে বায়ুসেনার ভয়াবহ কপ্টার দুর্ঘটনা। মৃত্যু হয় সস্ত্রীক সিডিএস জেনারেল বিপিন রাওয়াত-সহ ১৪জনের।
এদিকে, তৃতীয় ঢেউয়ে রাজ্যে একদিনে রেকর্ড ২৮জনের মৃত্যু। রাজ্যে একদিনে ২২ হাজার ৬৪৫জন করোনা আক্রান্ত। কলকাতায় (Kolkata) একদিনে ৭জনের মৃত্যু, ৬ হাজার ৮৬৭জন আক্রান্ত। উত্তর ২৪ পরগনায় একদিনে ৮জনের মৃত্যু, ৪ হাজার ১৮জন আক্রান্ত। এই ঊর্ধ্বমুখী সংক্রমণ এবং মৃত্যু সংখ্যা প্রসঙ্গে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন, "আগেই বলেছিলাম যেই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ পার করবে, সেইসঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করবে। আমার ধারণা, দৈনিক মৃত্যু যে হারে বাড়ছে, তাতে ৪০ থেকে ৫০-র কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।"
রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা (Kolkata)। বাড়ল কনটেনমেন্ট জোন (Containment Zone)। কলকাতার কনটেইনমেন্ট জোন ২৯ থেকে বেড়ে ৪৪ হল। সবচেয়ে বেশি কনটেনমেন্ট জোন ১০ নম্বর বরোতে।
এই মুহূর্তে গঙ্গাসাগরে (Gangasagar Mela) শুরু হয়েছে সন্ধ্যারতি। এদিকে, ভোর হতে না হতেই গঙ্গাসাগরের সৈকতে জনজোয়ার। আলো ফোটার আগেই ফুটে উঠল বিধিভঙ্গের ছবি। কাতারে কাতারে পুণ্যার্থী ভিড় জমিয়েছেন সমুদ্র সৈকতে। চলছে পুণ্যস্নান। ঘুচেছে দূরত্ববিধি। মুখে নেই মাস্ক। কেন মাস্ক পরেননি? প্রশ্ন করতেই হাজারো যুক্তি দিচ্ছেন পুণ্যার্থীরা। সবাই যাতে কোভিডবিধি মেনে চলে, সেজন্য মাইকে অনবরত প্রচার করে চলেছে পুলিশ-প্রশাসন। তা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষণ নেই কারও মধ্যেই। ফলে জনবিস্ফোরণের কাছে পুলিশ কার্যত দর্শকের ভূমিকায়।