৭টায় বাংলা (Seg 2): উত্তরপ্রদেশে গঙ্গার ঘাটে যাওয়ার পথে মমতাকে 'জয় শ্রী রাম' স্লোগান বিজেপির | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তরপ্রদেশে (Uttar Pradesh) যাওয়ার পরই তৃণমূল নেত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ বিজেপির (BJP)। গঙ্গার ঘাটে যাওয়ার পথে মমতাকে কালো পতাকা, জয় শ্রীরাম স্লোগান।
‘বিজেপির (BJP) অবস্থা খারাপ, কারণ দিদি-ভাই একসঙ্গে। বাংলায় লজ্জাজনক হারের ধাক্কা থেকে এখনও বেরোতে পারেনি বিজেপি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারাণসীতে আসায় কালো পতাকা দেখাচ্ছে বিজেপি। এটা বিজেপির হতাশার অপর রূপ। কারণ তারা জানে, উত্তরপ্রদেশেও বিজেপির ভরাডুবি হবে’, ট্যুইট সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের (Akhilesh Yadav)।
একবছর একদিন পর রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু শূন্য। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৫৩ জন। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, একদিনে ৩২জন আক্রান্ত। উঃ ২৪ পরগনায় ২৮ জন, দঃ ২৪ পরগনায় একদিনে ৯জন আক্রান্ত।