৭টায় বাংলা (Seg 2): চিরবিদায় 'সঙ্গীতের সরস্বতী', শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Feb 2022 09:36 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলে গেলেন ভারতরত্ন। ৯২ বছর বয়সে চিরবিদায় সুর-সম্রাজ্ঞীর (Lata Mangeshkar)। শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল। ৩৬টিরও বেশি ভাষায় ৩০ হাজারের বেশি গান গেয়েছেন লতা মঙ্গেশকর। পেয়েছেন একাধিক জাতীয় পুরষ্কার। রেখে গেলেন তাঁর অনবদ্য সৃষ্টি এবং লক্ষ লক্ষ অনুরাগীকে।
করোনা আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়াতেও আক্রান্ত হন নবতিপর শিল্পী। তারপর থেকে ছিলেন ICU-তেই। প্রায় একমাস ধরে হাসপাতালে চলেছে লড়াই। গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাখা হয় ভেন্টিলেশনে। শেষপর্যন্ত নিভে গেল জীবন-দীপ। সকাল ৮.১২ মিনিটে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে প্রয়াত হন লতা মঙ্গেশকর, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।