৭টায় বাংলা (Seg 2): কামারহাটি পুরসভার ৩৫জন তৃণমূল প্রার্থীকে দক্ষিণেশ্বরের মন্দিরে মদন মিত্র | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকামারহাটি পুরসভার (Kamarhati Municipality) তৃণমূলের ৩৫জন প্রার্থীকে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিলেন মদন মিত্র। পুলওয়ামাকাণ্ডের স্মরণে শোকজ্ঞাপন করলেন, জোড়া জবা ফুল, চকোলেট দিয়ে পুজো দিলেন দক্ষিণেশ্বরের মন্দিরে।
এপ্রিলের শেষ সপ্তাহে আইসিএসই (ICSE) ও আইএসসি-র (ISC) ফাইনাল সিমেস্টার। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে শুরু, শীঘ্রই জানানো হবে পরীক্ষাসূচি। ‘সিলেবাস শেষ না হলে আইসিএসই ও আইএসসি-র প্রাক বোর্ড পরীক্ষা নয়’, প্রাক বোর্ড পরীক্ষা করা যেতে পারে মার্চের শেষ থেকে এপ্রিলের মধ্যে। সিলেবাস শেষ না হলে পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই, জানাল আইসিএসই কাউন্সিল (ICSE Council)। ইতিমধ্যেই সিবিএসই দ্বিতীয় সিমেস্টারের দিন ঘোষণা করেছে।
ভোট লড়তে চাইলেও, বাধা দিচ্ছে প্রশাসন। যা তাঁকে বিব্রত করেছে। জলপাইগুড়ি পুরসভার নির্দল প্রার্থী হিসেবে লড়ার মামলা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি। তবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হওয়ায়, আদালত আর হস্তক্ষেপ করবে না।