৭টায় বাংলা (Seg 2): জেলায় জেলায় তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভ, শুরু রাজনৈতিক বাদানুবাদ | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১২ ফেব্রুয়ারি ৪ পুরসভায় ভোট। কেমন আছেন বাসিন্দারা? দেখুন, চলতি হাওয়ায় কী বলছে বিধানগর।
উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় তৃণমূলের পুরসভার প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, দুই বর্ধমান, কোচবিহার-সহ এখনও পর্যন্ত ১৯টি জেলায় তৃণমূলের পুরসভার প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ-অসন্তোষের ছবি ধরা পড়েছে।
আয় ব্যয়ের হিসেব না দেওয়ার অভিযোগে পূর্ব মেদিনীপুরের তমলুক (Tamluk) পুরভোটে গতবারের ৬১ জন প্রার্থীর নাম বাতিল। রাজনৈতিক স্বার্থে তাঁদের প্রার্থীদের নাম বাতিল করা হচ্ছে, অভিযোগ বিরোধীদের। মানতে নারাজ তৃণমূল (TMC)। ভিত্তিহীন অভিযোগ, জানিয়েছেন জেলাশাসক।
বিনা হেলমেটে রাস্তায় বেরোলে এবার থেকে মোটরবাইক চালককে ১ হাজার টাকা জরিমানার পাশাপাশি লাইসেন্সও বাজেয়াপ্ত করা হবে। পরে ডেকে পাঠানো হবে চালককে। পুলিশ আধিকারিককে সদুত্তর দিতে না পারলে ৩ মাসের জন্য বাতিল করা হবে লাইসেন্স। সূত্রের খবর, পরিবহণ দফতরের (Transport Department) এই বার্তার পরই রাস্তায় নেমেছে পুলিশ।