৭টায় বাংলা (Seg 2): আনিস-মৃত্যুতে পাঁচলায় ধুন্ধুমারে ভাঙল পুলিশের গাড়ি, আহত বেশ কয়েকজন পুলিশকর্মী | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআনিস মৃত্যুর প্রতিবাদে বাম ছাত্র-যুব সংগঠনের এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পাঁচলা। মিছিল রোখার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। ইটের আঘাতে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। ভাঙচুর করা হল পুলিশের গাড়ি। বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
'মানিবাধিকার কমিশন আইসিইউতে চলে গেছে', আনিস খানের খুনের ঘটনায় মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনখড়ের।
কলকাতায় বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বিল্ডিং ডিপার্টমেন্ট ও পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। ‘পয়সা খায় বিল্ডিং ডিপার্টমন্ট ও পুলিশ, দোষ হয় কাউন্সিলরের। কাউন্সিলর জানেন না কোনটা বৈধ, কোনটা অবৈধ’, অভিযুক্ত আধিকারিকদের শোকজের নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের।