7 Tay Bangla : পুরভোটের ফলপ্রকাশ হতেই তাহেরপুরের ওসি বদল, কটাক্ষ বিরোধীদের | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাহলে কি ত্রিশঙ্কু জট কাটছে? নির্দলদের নিয়ে চিন্তিত নই, বিনা শর্তে ৬ জন লিখিতভাবে তৃণমূলকে সমর্থন করবে বলে জানিয়েছে। ফলে ত্রিশঙ্কু চাঁপদানি পুরসভা তৃণমূলই দখল করবে বলে দাবি প্রাক্তন পুরপ্রধান সুরেশ মিশ্রর। চাঁপদানি পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে ১১টি ও নির্দলরা ১০টি ওয়ার্ডে জয়ী হয়েছে। কংগ্রেস একটি ওয়ার্ড দখল করেছে। তৃণমূলের কয়েকজন বিক্ষুব্ধ নেতা, কর্মী টিকিট না পেয়ে এবার নির্দল হিসেবে ভোটে দাঁড়ান। ২ জনকে দল বহিষ্কারও করা হয়। চাঁপদানি পুরসভায় বোর্ড গঠনে বেশ কয়েকবার নির্দলরা ছিল বড় ফ্যাক্টর। এবারও বজায় থাকল সেই ধারা। কটাক্ষ করেছে বিজেপি।
রাজ্যে ৪টি পুরসভার ফলাফল ত্রিশঙ্কু হয়ে রয়েছে। সেখানে কীভাবে বোর্ড গঠন করা হবে? স্থির হয়েছে পুরবোর্ড তৈরির জন্য সমর্থন নিয়ে সিদ্ধান্তের ভার ছাড়া হবে স্থানীয় নেতৃত্বের উপর। চাঁপদানি, এগরা, বেলডাঙা ও ঝালদা পুরসভা ত্রিশঙ্কু হয়েছে। সেগুলির ক্ষেত্রে এমনই সিদ্ধান্ত তৃণমূলের। তবে নির্দলদের দলে ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য কমিটি। স্পষ্টবার্তা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)।
তাহেরপুর থানার ওসি বদল। তাহেরপুরের ওসি অভিজিৎ বিশ্বাসকে পাঠানো হল রানাঘাট পুলিশ জেলা অফিসে। তাহেরপুরের নতুন ওসি হলেন ধানতলার অমিতোষ রায়। জেলা পুলিশের তরফ থেকে এটি রুটিন বদলি বলা হলেও, বিরোধী নেতা অধীর চৌধুরী বলেন, "ওসির বদান্যতায় তাহেরপুরে সিপিএম জিতেছে। এখানে ওসি বদল হবে এ বলাই বাহুল্য।"