৭ টায় বাংলা (১): বাবরি মসজিদ ধ্বংস মামলায় বেকসুর খালাস 'হেভিওয়েট' নেতামন্ত্রী-সহ ৩২ অভিযুক্ত, রায়ের বিরুদ্ধে সরব বিরোধীরা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদীর্ঘ ২৮ বছর পর বাবরি ধ্বংস মামলায় বেকসুর খালাস আডবাণী-জোশী-উমা ভারতী সহ ৩২ অভিযুক্ত। ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল না। আচমকা ঘটেছে, মত বিচারকের। অভিযুক্তদের বিরুদ্ধে নেই জোরাল সাক্ষ্য। ১৯৯২-এর বাবরির ছবিতেও মান্যতা দিল না আদালত। মসজিদ ভেঙেছিল উন্মত্ত জনতা। বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন নেতারা। মত আদালতের। রায়ের পর আডবাণীকে শুভেচ্ছা অমিত শাহ-জে পি নাড্ডার। অনেকদিন পর খুশির খবর, প্রতিক্রিয়া আডবাণীর। প্রমাণ হল ষড়যন্ত্র ছিল না, বললেন যোশী। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। বাবরি মসজিদ ধ্বংসের রায়ের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। পাশাপাশি, এই রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি নেতারা। অন্যদিকে বেলুড়ে বাড়ি থেকে ভাই-বোনের মৃতদেহ উদ্ধার। বাড়ির দরজা ভেঙে দু’জনের পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। তিন থেকে পাঁচদিন আগেই দুজনের মৃত্যু, অনুমান পুলিশের। বাড়ি থেকে জীবিত অবস্থায় উদ্ধার আরেক বোন। আজ মহেশতলা থেকে উদ্ধার ১৮ কেজি মতোন সন্দেহজনক পাউডার। অন্যদিকে, দুর্গাপুরে বেসরকারি কারখানার কর্মী নিয়োগ ঘিরে প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীকোন্দল।