নৈহাটিতে প্রকাশ্য মঞ্চেই যুব নেতার ইস্তফা! দলে আলোচনা করব, মন্তব্য শহর সভাপতির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jan 2021 09:00 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
নৈহাটিতে প্রকাশ্য মঞ্চেই যুব নেতার ইস্তফা! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে যুব নেতার ইস্তফা। মদন মিত্র আসার আগেই শহর যুব সভাপতির ইস্তফা। ‘৮ বার হামলা, তাও কিছু করেনি পুলিশ।’ মঞ্চেই নৈহাটি শহর যুব তৃণমূল সভাপতির পদত্যাগ। ‘ওর উপর হামলা হয়েছিল, কিছুই করেনি পুলিশ। এনিয়ে দলে আলোচনা করব।’ মন্তব্য শহর সভাপতির।
তাঁর অবস্থান কী? জানতে চেয়ে কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী মিহির গোস্বামীকে চিঠি পার্থ চট্টোপাধ্যায়ের। সাত দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ। বাম-কংগ্রেস থেকে তৃণমূলে আসা ১৯ বিধায়কের ব্যাপারে কী সিদ্ধান্ত? জানতে চেয়ে পাল্টা চিঠি পাঠালেন কোচবিহারের বিধায়ক।
তৃণমূল নেতা ও বাঁকুড়া পুরসভার প্রাক্তন পুর প্রশাসক কি দল ছাড়তে চলেছেন? গতকাল দলের ১১ জন বিদায়ী কাউন্সিলরকে নিয়ে প্রাক্তন পুর প্রশাসকের বৈঠকের পরই এই জল্পনা মাথাচাড়া দিয়েছে। যদিও ওই নেতার দাবি, তিনি তৃণমূলেই থাকছেন। জেলা তৃণমূল নেতৃত্বও এই জল্পনাকে আমল দিতে নারাজ। তবে বিজেপির দাবি, তাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখছে।
মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বিজেপি। পুরুলিয়ার জনসভা থেকে আক্রমণ মমতার। বিজেপিকে কেউটে সাপের সঙ্গে তুলনা। ১০ বছর জেল খাটা মাওবাদী কেন তৃণমূলের উঁচু পদে, পাল্টা প্রশ্ন কৈলাস বিজয়বর্গীয়র।
তৃণমূলে একটাই পোস্ট। বাকি সব ল্যাম্পপোস্ট। মানকুন্ডুর সভা থেকে তোপ শুভেন্দুর। সাড়ে চার বছর ক্ষমতায় ছিলেন, তখন না বলে এখন এসব কথা কেন? পাল্টা কুণাল ঘোষের।
তাঁর অবস্থান কী? জানতে চেয়ে কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী মিহির গোস্বামীকে চিঠি পার্থ চট্টোপাধ্যায়ের। সাত দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ। বাম-কংগ্রেস থেকে তৃণমূলে আসা ১৯ বিধায়কের ব্যাপারে কী সিদ্ধান্ত? জানতে চেয়ে পাল্টা চিঠি পাঠালেন কোচবিহারের বিধায়ক।
তৃণমূল নেতা ও বাঁকুড়া পুরসভার প্রাক্তন পুর প্রশাসক কি দল ছাড়তে চলেছেন? গতকাল দলের ১১ জন বিদায়ী কাউন্সিলরকে নিয়ে প্রাক্তন পুর প্রশাসকের বৈঠকের পরই এই জল্পনা মাথাচাড়া দিয়েছে। যদিও ওই নেতার দাবি, তিনি তৃণমূলেই থাকছেন। জেলা তৃণমূল নেতৃত্বও এই জল্পনাকে আমল দিতে নারাজ। তবে বিজেপির দাবি, তাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখছে।
মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বিজেপি। পুরুলিয়ার জনসভা থেকে আক্রমণ মমতার। বিজেপিকে কেউটে সাপের সঙ্গে তুলনা। ১০ বছর জেল খাটা মাওবাদী কেন তৃণমূলের উঁচু পদে, পাল্টা প্রশ্ন কৈলাস বিজয়বর্গীয়র।
তৃণমূলে একটাই পোস্ট। বাকি সব ল্যাম্পপোস্ট। মানকুন্ডুর সভা থেকে তোপ শুভেন্দুর। সাড়ে চার বছর ক্ষমতায় ছিলেন, তখন না বলে এখন এসব কথা কেন? পাল্টা কুণাল ঘোষের।