৭টায় বাংলা (১): J P Nadda-র কনভয়ে হামলা, আরও সংঘাতে কেন্দ্র-রাজ্য, কেন্দ্রের নজরে ৩ IPS
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Dec 2020 08:45 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
J P Nadda-র কনভয়ে হামলা। আরও সংঘাতে কেন্দ্র-রাজ্য। মুখ্যসচিব-ডিজিপিকে তলবের পরে এবার নজরে তিন IPS। তিন IPS-কে রিপোর্ট করতে বলে রাজ্যকে চিঠি কেন্দ্রের। ওই তিন IPS J P Nadda-র কনভয়ে ছিলেন। J P Nadda-র কনভয়ে হামলা অমিত মালব্যর নিশানায় আমলারা। ভুল করবেন না পিসি আর ক্ষমতায় ফিরবেন না। রাজনৈতিক উদ্দেশ্যে কর্তব্য গাফিলতি হলে মূল্য দিতে হবে। আমলাদের কাছে এটা স্পষ্ট বার্তা দিতে চাই। আমলাদের এভাবেই হুঁশিয়ারি রাজ্য-বিজেপির দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্যর। রাজ্যের মুখ্যসচিব-ডিজিপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠি Kalyan Banerjee-র। কেন রাজ্য থেকে তিন IPS-কে তোলা হচ্ছে? চিঠিতে প্রতিবাদ। সঙ্গে দেখুন অন্য খবর।