৭টায় বাংলা (১): কেন্দ্রের তলব থেকে অব্যাহতি চেয়ে স্বরাষ্ট্রসচিবকে চিঠি মুখ্যসচিবের, রাজ্যের প্রতি ক্ষুব্ধ Joyprokash Majumder, সঙ্গে অন্য খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Dec 2020 09:46 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কেন্দ্রের তলব। অব্যাহতি চেয়ে মুখ্যসচিবের অনুরোধ। অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠি মুখ্যসচিবের। বৈঠকে যাওয়া থেকে অব্যাহতি চেয়ে পাল্টা অনুরোধ। এই বিষয় Joyprokash Majumder বলেন, 'Mamata Banerjee-র সরকার পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা বজায় রাখতে পারছে না। রাস্তায় লাঠি হাতে দাঁড়িয়ে থাকছে তাঁর দলের গুন্ডারা। আক্রমণ করছে সাধারণ মানুষের উপর। এখানে এমন বিদ্বেষমূলক পরিবেশ তৈরি করা হচ্ছে যেন ভারত ও পশ্চিমবঙ্গ আলাদা আলাদা। এই পরিবেশ কাঙ্খিত নয়। কেন্দ্র থেকে যখন রিপোর্ট চেয়ে পাঠাচ্ছে তখন প্রশাসনিক লোকজনদের সরকার যেতে দিচ্ছে না। আর এতে আরও বিদ্বেষমূলক পরিবেশ তৈরি হচ্ছে। পায়ে পা লাগিয়ে ঝগড়া করার পরিবেশ তৈরি হচ্ছে। Mamata Banerjee-র কোনও অধিকার নেই পশ্চিমবঙ্গের ছবিকে কলঙ্কিত করার।' এই নিয়ে Trinamool Congress সাংসদ Kalyan Banerjee-এর বক্তব্য, 'কেন্দ্র এভাবে মুখ্যসচিব ও DGP-কে ডাকতে পারে না।' গতকালের হামলার প্রসঙ্গে রাজ্যপাল Jagdeep Dhankhar বলেছেন, 'মুখ্য়সচিব এবং ডিজিপিকে যোগাযোগ করে বলেছি এমন ঘটনা ঠিক নয়।' সঙ্গে দেখুন অন্য খবর।