৭টায় বাংলা (১): বেআইনি আর্থিক লেনদেন মামলায় গ্রেফতার প্রাক্তন TMC সাংসদ KD Singh, পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ থেকেও অপসারিত Sisir Adhikari
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jan 2021 08:57 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
তৃণমূলের (TMC) প্রাক্তন সাংসদ কে ডি সিংহ (KD Singh) গ্রেফতার হলেন আজ। বেআইনি আর্থিক লেনদেন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। ১৬ জানুয়ারি পর্যন্ত ইডি (ED) হেফাজতে কে ডি সিংহ। ১৫০-২০০ কোটি টাকা বেআইনি লেনদনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিদেশে টাকা পাচারের অভিযোগ রয়েছে কে ডি সিংহের বিরুদ্ধে। বাজার থেকে ১৯০০ কোটি টাকা তুলেছে অ্যালকেমিস্ট। দিল্লিতে অ্যালকেমিস্টের কর্ণধার কে ডি সিংহ গ্রেফতার। এবার পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ থেকেও সরানো হল শিশির অধিকারীকে (Sisir Adhikari)। নতুন সভাপতি হলেন সৌমেন মহাপাত্র। তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা চেয়ারম্যান পদে আনা হল শিশির অধিকারীকে। গতকাল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরানো হয় তাঁকে। সঙ্গে দেখুন অন্য খবর।