৭টায় বাংলা (১): নবান্ন অভিযানে বাম যুব নেতার মৃত্যুতে DYFI-SFI-এর প্রতিবাদ কর্মসূচি, পুলিশের সঙ্গে হাতাহাতি, ধুন্ধুমার মৌলালি চত্বর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনবান্ন অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত বাম যুব নেতার মৃত্যু। মৌলালিতে ডিওয়াইএফআই-এসএফআই-এর প্রতিবাদ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে বাম যুব নেতা-কর্মীদের হাতাহাতি। মারধরে ছিঁড়ল পুলিশের উর্দি। বাম ছাত্র যুব সংগঠনের অবশ্য দাবি, পুলিশ তাদের কর্মীদের লক্ষ্য করে কটূক্তি করতেই উত্তেজনা ছড়ায়। এসএফআইয়ের রাজ্য সম্পাদক পুলিশকে বাঁচান। এরপরই এজেসি বোস রোড অবরোধ করেন বাম ছাত্র যুব নেতা-কর্মীরা। পুলিশের লাঠির ঘায়ে আহত বাম যুব নেতার মৃত্যুর প্রতিবাদ। কলকাতা থেকে জেলা, বামেদের প্রতিবাদ কর্মসূচি। মৌলালিতে পথ অবরোধ বামেদের। পুলিশ-এসএফআই ধস্তাধস্তি। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি নবান্ন অভিযানে গিয়ে বাম যুবকর্মীর মৃত্যু নিয়ে বলেন, "যে কোনও মৃত্যই দুঃখজনক। কীভাবে মারা গেলেন তা ময়নাতদন্ত হওয়ার পর বোঝা যাবে। তিনদিন আগে একটি ছেলেকে ভর্তি করা হয়েছিল। অথচ তাঁর বাড়ির লোককে জানানো হল না। পুলিশকে জানানো হল না। পুলিশকে দেখছে ও দেখবে। আমি সুজন চক্রবর্তীকে (Sujan Chakraborty) বলেছি, ছেলেটির পরিবার যদি চায় তবে আমি পরিবারের একজনকে চাকরি দেওয়ার জন্য ও আর্থিক সাহায্য করার জন্য তৈরি আছি।" এই বিষয় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, "ক্ষতিপূরণ দেওয়ারই কথা। এটা কোনও অনুগ্রহের কথা নয়। এটা ব্যক্তিগত বিষয় নয়। যুবকরা তাঁদের অধিকারের জন্য গিয়ে আক্রান্ত হলেন। সরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ হয়নি। এটা খুন।"